নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
শনিবার সন্ধ্যায় তাঁর ফ্ল্যাটের বাইরে বের হওয়া নিয়ে পুলিশি তৎপ্ররতার কারনে যথেষ্ট জলঘোলা হয়েছিল। তাই রবিবার নিজের ফ্ল্যাটের ভিতরে বসেই অবস্থান বিক্ষোভ করলেন তিনি। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে রায়গঞ্জে অবস্থান বিক্ষোভে বসলেন সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রবিবার রাজ্যজুড়েই এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির নেতা সাংসদ ও বিধায়কেরা।
দেবশ্রীর অভিযোগ, করোনা ভাইরাস নিয়ে আশ্চর্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের প্রকৃত পরিস্থিতির সাথে সরকারি তথ্যের অমিল ধরা পড়ছে। রেশন ব্যবস্থা নিয়ে চূড়ান্ত অব্যবস্থা চলছে।
আরও পড়ুনঃ কাকদ্বীপে করোনা আক্রান্ত তিনজন
রাজ্য সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নেতা মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, সেখানে বিজেপির বিধায়ক সাংসদদের ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। মানুষের সেবা করা নিয়ে নিকৃষ্ট রাজনীতি করা হচ্ছে। শুধু তাঁর সঙ্গে নয়, রাজ্যজুড়ে বিজেপির সব সাংসদদের সাথে এমন ব্যবহার করা হচ্ছে। করোনার নিয়ে রাজ্য সরকারের অগণতান্ত্রিক, স্বৈরাচারী মুখোশ খুলে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন দেবশ্রী চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584