নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ
মন্ত্রীকে হেনস্থা করার জবাব পেতে হবে, এমনই হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি। ফ্ল্যাটে কোয়ারেন্টাইনের পোস্টার লাগানো নিয়ে বির্তকের জেরে মন্ত্রীর এই হুঁশিয়ারি। পোস্টার লাগানো নিয়ে শনিবার রাতে চলে বিস্তর টানাপোড়েন। গোটা ঘটনাকে রাজনৈতিক হেনস্থা বলে আক্রমণ করেন দেবশ্রী চৌধুরি।
বলেন, “প্রতিমন্ত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য এই জেলায় দু’দিন ধরে তামাশা চলছে। হেনস্থা করার মাশুল দিতে হবে ওদের। তিনি বলেন, “ আমি তাদের বলেছি কার রেফারেন্স নিয়ে এসেছে সেটা দেখাতে। তারপর আমার বাড়িতে পোস্টার লাগাতে দেব। তারা কিছুই দেখাতে পারেনি।”
আরও পড়ুনঃ বাদশার ‘গেন্দা ফুলের’ বিরুদ্ধে পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ জানাল ‘আত্মদীপ’
তাঁর দাবি, নিয়ম মেনেই তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।তাঁকে হেনস্থা করার চক্রান্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে এইভাবে অভব্য আচরণ করার মাশুল ওদের দিতে হবে। ওরা তো নিজেরাই মাস্ক না পরে, সামাজিক দূরত্ব না মেনে তাঁর বাড়িতে এসেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584