মিশরের প্রেসিডেন্ট আবার সেই বিতর্কিত আলসিসি

0
79

ওয়েবডেস্কঃ-ভোটে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী ছিলেন না বললেই চলে। তাই সহজেই পুনরায় মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আব্দুল ফাত্তাহ্ আলসিসি। শনিবার কায়রোজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন তিনি।

গত মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচেন আলসিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন যিনি, তিনিও নাকি আবার সিসির সমর্থক। অন্যদিকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বীদের হয় গ্রেপ্তার করা হয়েছে বা ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ।

ছবি:- সংগৃহীত

আলসিসির নেতৃত্বে মিশরের সেনাবাহিনী ২০১৩ সালে গণবিক্ষোভের পর মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যূত করে। তখন থেকেই  আলসিসি নাকি ভিন্ন মত পোষণকারী দের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে এবং হাজার হাজার আন্দোলনকারীদের কারাগারে পাঠিয়েছে। সেই সাথে অননুমোদিত বিক্ষোভ নিষিদ্ধ এবং অধিকার সংগঠন ও স্বাধীন গণমাধ্যমসহ কয়েকশ’ ওয়েবসাইটও বন্ধ করে দেয়া হয়েছে মিশরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here