বিশেষ ফ্যাশন শো নিয়ে হাজির দেবযানী ভট্টাচার্য

0
100

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

সম্প্রতি দেবযানী ভট্টাচার্যের উপস্থাপনায় দক্ষিণ কলকাতায় হয়ে গেল একটি বিশেষ ধরনের ফ্যাশন শো। বিগত তিন বছর ধরে বিভিন্ন থিমের উপর এই ফ্যাশন শো-র আয়োজন করেন দেবযানী। এবছর ফ্যাশন শো-এর থিম ছিল ‘হাসির সাথে নৃত্য’।

fashion show | newsfront.co
অংশগ্রহণকারীরা। নিজস্ব চিত্র

এই ফ্যাশন শো তে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডিজাইনার অভিষেক নাইয়্যা, ২০১০ ও ২০১১’র ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট রোহিণী মুখার্জী, ফ্যাশন মডেলের ক্রিয়েটিভ ডিরেক্টর নিক রাম পাল, ইভেন্ট ম্যানেজার ডোনা বর্মন, ফ্যাশন কোচ সন্তোষ কুমার-সহ অন্যান্যরা।

debjani bhattacharya | newsfront.co
দেবযানী ভট্টাচার্য। নিজস্ব চিত্র

কলকাতার নৃত্য জগতে এক অন্যতম ব্যক্তিত্ব হলেন দেবযানী ভট্টাচার্য। দীর্ঘ দিনের চেষ্টায় কলকাতায় তিনি তাঁর নৃত্য অ্যাকাডেমী তৈরী করেছেন।

আরও পড়ুনঃ বালুরঘাটে কৃষকবন্ধু প্রকল্প

audience | newsfront.co
খুদে দর্শক। নিজস্ব চিত্র

নার্সারী থেকে বিবাহিত ছাত্রছাত্রী– সকলেই নৃত্য প্রশিক্ষণ নিতে পারেন এই অ্যাকাডেমীতে। তাঁর অ্যাকাডেমীর ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যক্তিত্বের বিকাশ ঘটাতেই প্রতিবছর এই ফ্যাশন শো-র আয়োজন করেন দেবযানী ভট্টাচার্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here