মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সম্প্রতি দেবযানী ভট্টাচার্যের উপস্থাপনায় দক্ষিণ কলকাতায় হয়ে গেল একটি বিশেষ ধরনের ফ্যাশন শো। বিগত তিন বছর ধরে বিভিন্ন থিমের উপর এই ফ্যাশন শো-র আয়োজন করেন দেবযানী। এবছর ফ্যাশন শো-এর থিম ছিল ‘হাসির সাথে নৃত্য’।
এই ফ্যাশন শো তে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডিজাইনার অভিষেক নাইয়্যা, ২০১০ ও ২০১১’র ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট রোহিণী মুখার্জী, ফ্যাশন মডেলের ক্রিয়েটিভ ডিরেক্টর নিক রাম পাল, ইভেন্ট ম্যানেজার ডোনা বর্মন, ফ্যাশন কোচ সন্তোষ কুমার-সহ অন্যান্যরা।
কলকাতার নৃত্য জগতে এক অন্যতম ব্যক্তিত্ব হলেন দেবযানী ভট্টাচার্য। দীর্ঘ দিনের চেষ্টায় কলকাতায় তিনি তাঁর নৃত্য অ্যাকাডেমী তৈরী করেছেন।
আরও পড়ুনঃ বালুরঘাটে কৃষকবন্ধু প্রকল্প
নার্সারী থেকে বিবাহিত ছাত্রছাত্রী– সকলেই নৃত্য প্রশিক্ষণ নিতে পারেন এই অ্যাকাডেমীতে। তাঁর অ্যাকাডেমীর ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যক্তিত্বের বিকাশ ঘটাতেই প্রতিবছর এই ফ্যাশন শো-র আয়োজন করেন দেবযানী ভট্টাচার্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584