‘শ্রীময়ী’তে দেবলীনা-সুমনের আগমন

0
224

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ফের ধারাবাহিকে আইনজীবীর ভূমিকায় দেবলীনা দত্ত। এর আগে ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছিল এই একই ভূমিকায়। সেইবার তাঁর বিপক্ষের উকিল ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। শুধু বিপক্ষের উকিলই নয়, সেখানে স্বামী-স্ত্রী ছিলেন তাঁরা। বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল দুজনের। একে অপরের সঙ্গে থাকত না।

Tota Roy | newsfront.co
রোহিত সেন ও সঙ্কল্প চ্যাটার্জির ভূমিকায় টোটা রায়চৌধুরী, দেবোত্তম মজুমদার

‘শ্রীময়ী’ ধারাবাহিকে দেবলীনার নাম  স্বর্ণচাঁপা সেনগুপ্ত। এখানেও খানিকটা সেই ‘ইচ্ছেনদী’র আঁচ পাবেন দর্শক। ‘শ্রীময়ী’তে দেবলীনা ডিঙ্কার পক্ষের উকিল। আর সুমন ব্যানার্জি অর্ণার বাবার পক্ষের উকিল।

Deblina Dutta | newsfront.co
‘শ্রীময়ী’তে উকিলের ভূমিকায় দেবলীনা দত্ত

দেবলীনা আর সুমনের চাহুনিতে বোঝা গেল এঁদের মধ্যে প্রণয়ঘটিত কোনও সম্পর্ক রয়েছে। এবং তা আর টিকে নেই আজ। সেটা বিবাহ বিচ্ছেদ হতে পারে, নয়ত প্রেমে ভাঙন। সময় জানান দেবে সেই কথা।

একটা কথা বলতে দ্বিধা নেই, ডিঙ্কা, অর্ণা, সঙ্কল্প, রোহিত, শ্রীময়ী, অনিন্দ্য, জুন, উপল, অন্তরার প্রেমে এতদিন মশগুল থাকার পর দর্শক এবার একটু অন্য স্বাদ পেতে চলেছে দেবলীনা এবং সুমনের দৌলতে।

আরও পড়ুনঃ ভানু একাই ১০০, নিবেদনে সুচন্দ্রা ভানিয়া

Suman Banerjee | newsfront.co
‘শ্রীময়ী’তে উকিলের ভূমিকায় সুমন ব্যানার্জি

দুজনের কোর্ট রুম ড্রামা মনে ধরেছে দর্শকের। সোশ্যাল মিডিয়া জানান দিয়েছে সেই কথা। ওদিকে লন্ডনে সঙ্কল্প’র খোঁজ পেয়েছে রোহিত সেন। তাকে নিয়ে কি এবার ভারতে ফিরবে রোহিত? কিন্তু কেন সঙ্কল্পের এহেন সিদ্ধান্ত? কেন সে অজ্ঞাতবাসে যেতে চাইল? জানতে হলে দেখতে হবে ‘শ্রীময়ী’, সন্ধে ৭ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here