নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ডিজিটাল দুনিয়া কি কোনও শিল্পের মাধ্যম হতে পারে? এই প্রশ্নের উত্তর দেবে ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল’ অ্যাওয়ার্ডি, খ্যাতনামা পারকশন শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা অভিষেক বসুর আসন্ন শর্ট ফিল্ম ‘ইটারনাল ক্যানভাস’৷
গল্পটা বলা যাক। একজন দক্ষ নৃত্যশিল্পী বিপাশা। সে নিজের অস্তিত্ব অনুসন্ধান করার চেষ্টা করছে। তার আছে একজন গুরুমা। বিপাশা কি তার গুরুমার শিক্ষার মাধ্যমে সর্বশক্তিমানের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে? সেই দিকটাই উঠে আসবে ছবিতে। পাশাপাশি সেই বহু মূল্যবান প্রশ্নের উত্তর।
বিপাশার চরিত্রে দেখা যাবে দেবলীনা কুমারকে এবং গুরুমার চরিত্রে দেখা যাবে পাপিয়া অধিকারীকে৷
ছবির গল্প লিখেছেন কবি আলো বসু।
আরও পড়ুনঃ নওয়াজের প্রাপ্তি
অয়নজিৎ সেন এবং তাঁর ‘লা পেলিকুলা মোশন পিকচার্স’-এর প্রযোজনায় এই ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা অভিষেক বসুর। সহযোগী দিক নির্দেশনা, পোশাক ও স্টাইলিং-এ তেজাস গান্ধী। সহকারী পরিচালক সঞ্চারি দত্ত। ডিওপি শুভজিৎ ভৌমিক। সম্পাদক সুশান্ত চক্রবর্তী।
আরও পড়ুনঃ আইবুড়ো ভাত খেলেন নীলামন
ইতিমধ্যেই সাতটি আন্তর্জাতিক পুরষ্কার এবং ছয়টি মনোনয়ন পেয়েছে এই ছবি। এই শর্ট ফিল্মটি নতুন বছর ইন্দো-আমেরিকান আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্লিক্সবাগ’ (FLIXBUG) অ্যাপে মুক্তি পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584