বি ডি ও অফিসের দখল নিয়ে মনোনয়নে বাধা – আরাবুল বাহিনী ও প্রসাশনের বিরুদ্ধে বিবৃতি শর্মিষ্ঠার

0
301

নিউজফ্রন্ট:-

জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির তরফ থেকে শর্মিষ্ঠা চৌধুরী নিউজফ্রন্টকে পাঠানো এক প্রেস বিবৃতিতে দাবী করেছেন যে, দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট ২ কাশীপুর অঞ্চলে তাঁদের কমিটির প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে বি ডিও অফিসে আরাবুল বাহিনী তাদের উপর নৃশংস আক্রমন নামিয়ে আনে এবং মনোনয়ন জমা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় ।তিনি আরো দাবী করেছেন যে,আরাবুল বাহিনী যখন এই আক্রমন নামিয়ে আনে তখন বিডিও তা রোধ করার জন্য প্রয়োজনীয় প্রসাশনিক ব্যবস্থা গ্রহন না করে তিনি অফিস থেকে বেরিয়ে যান এবং তার সুযোগ নিয়ে আরো উৎসাহে আরাবুল বাহিনী আক্রমন নামিয়ে আনে।অফিসের ভেতরে যখন এই আক্রমন চলছে তখন বাইরে অফিসের বাইরে ভাঙড় ও কাশীপুর থানার পুলিশ নিরব দর্শকের ভুমিকা গ্রহন করেছিলপরে পুলিশের পুলিশের পরামর্শক্রমে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কমিটির অমিতাভক ভট্টাচার্য ও বিশ্বজিৎ হাজরা এবং শঙ্করদাসকে গ্রেপ্তার করে।

ছবি-সংগৃহীত

বাড়ি লুঠ ভেঙে দেওয়া ও জ্বালিয়ে দেওয়ার মতো অভিযোগ করে শর্মিষ্ঠা দেবী তাঁর প্রেস বিবৃতিতে।সারা রাজ্য জুড়েই বিরোধী দলগুলি তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগে দায়ী করছেন শর্মিষ্ঠা দেবীও সেই অভিযোগের পাহাড়ে আর একটি নতুন সংযোজন করলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here