নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
আবার কোয়ারান্টিন সেন্টারে শ্রমিকদের বাসি খাবার দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিশ্চন্দ্রপুরের আইটিআই কলেজ কোয়ারান্টিন সেন্টারের আশ্রিতদের অভিযোগ, সামাজিক দূরত্বের বদলে শ্রমিকদের ঠাসাঠাসি করে একটি ঘরে রেখে দেওয়া হয়েছে।
এমনকি শুক্রবার রাতে তাদের বাসি দুর্গন্ধযুক্ত খাওয়ার দেওয়া হলে ঘটনার প্রতিবাদ করেন তাঁরা। সেইসময় সেখানে কর্তব্যরত রক্ষীরা শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ লকডাউনে রেশনে বরাদ্দ কেন্দ্রীয় সরকারের চাল নিয়ে ক্ষিপ্ত ‘কেষ্ট দা’
পুলিশ-প্রশাসনের তরফে মারধরের বিষয়টি অস্বীকার করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, গতকাল রাতে কোয়ারান্টিন সেন্টারে রাতের খাবার দেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পরে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584