পথ দুর্ঘটনায় মৃত গত বছরের সাধারণতন্ত্র দিবসের লালকেল্লা হিংসার অন্যতম প্রধান অভিযুক্ত দীপ সিধু

0
67

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পথ দুর্ঘটনায় মৃত্যু গত বছর সাধারণতন্ত্র দিবসের লালকেল্লা সংঘর্ষের অন্যতম অভিযুক্ত দীপ সিধু। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে হরিয়ানার সোনেপথে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতা দীপ সিধু।

Deep Sidhu
অভিনেতা দীপ সিধু, ছবিঃ এএনআই

কৃষক আন্দোলন চলাকালে গত বছর সাধারণতন্ত্র দিবসে যে ট্র্যাক্টর র‍্যালী করেন কৃষকরা সে শান্তিপূর্ণ মিছিলকে ভুল পথে চালনা করে হিংসাত্মক করার চেষ্টার অভিযোগ ছিল অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে। লুক আউট নোটিশও জারি হয় তাঁর বিরুদ্ধে। বেশ কিছুদিন লুকিয়ে থাকতে পারলেও শেষ পর্যন্ত পুলিস গ্রেপ্তার করে তাঁকে। উল্লেখ্য, ফেরার থাকার সময়ে অভিনেতা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন যে, সেদিন লালকেল্লায় বহু মানুষ ছিলেন কিন্তু শুধুমাত্র তাঁকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে।

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা দখলের ঘটনায় অভিযুক্ত ছিলেন দীপের আরও দুই সহযোগী। তাঁদের বিরুদ্ধেও জারি করা হয় লুকআউট নোটিশ। বাকি দুই অভিযুক্তের একজন হলেন যুগরাজ সিং। যুগরাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে লালকেল্লায় জাতীয় পতাকা নামিয়ে নিশান সাহিবের পতাকা তোলার। যদিও তখনো প্রশ্ন উঠেছিল লালকেল্লার মত হাই সিকিওরিটি এলাকায় কিভাবে তাঁরা এই কাজ করতে পারলেন! দীপের মৃত্যুর সাথে সাথে লাককেল্লা তদন্তে এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ না, কর্ণাটকের মুসকানকে সমর্থন ও সম্মান জানিয়ে আলোয় সাজেনি বুর্জ খলিফাঃ AltNews ফ্যাক্টচেক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here