হ্যাট্রিক সহ টি-টোয়েন্টির ইতিহাসে সফলতম বোলিং দীপক চাহারের

0
548

স্পোর্টস ডেস্কঃ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সফলতম বোলিং সহ ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন দীপক চাহার। তার অসাধারণ বোলিং নৈপুণ্যেই ৩০ রানে জয়লাভ করে ২-১এ টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।

ছবি সৌজন্যেঃ আইসিসি

প্রথমে ব্যাট করতে নেমে ভারত শ্রেয়াস আইয়ারের ধুন্ধুমার ব্যাটিং এর উপর ভর করে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শ্রেয়াস আইয়ার(৩৩ বলে ৬২)। এছাড়াও লোকেশ রাহুল করেন(৫২)। বাংলাদেশের সবচেয়ে সফলতম বোলার সৌম্য সরকার। তিনি ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে দুটি উইকেট তুলে নেন ।

১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো করতে পারেনি বাংলাদেশ। কারন সেই দীপক চাহার! ১২ রানের  মধ্যেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তারপর নাঈম ও মিঠুনের জুড়ি বাংলাদেশকে যখন আশার আলো দেখাচ্ছিলো, ঠিক তখনই আবার আঘাত হানেন দীপক চাহার।৮১ রানের এক অসাধারণ ইনিংস খেলেন নাইম। মিঠুন করেন ২৭ রান। তারপরেই দীপক চাহার ও শিভম দুবের অসাধারণ বোলিংয়ের  সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শিভম দুবে দখল করেন ৩ টি উইকেট। ম্যাচের তথা টুর্নামেন্টের শেষ দুটি বলে পরপর দুই বাংলাদেশী ব্যাটসম্যান মুস্তাফিজুর ও আমিনুল ইসলামকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন দীপক চাহার। বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৪ রানে। শেষ পর্যন্ত চাহার ৩ ওভার ২ বলে মাত্র ৭ রান খরচ করে ছটি উইকেট দখল করেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে সফলতম বোলিং পরিসংখ্যান।এই অসাধারণ কৃতিত্বের জন্য তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। একইসঙ্গে ম্যান অব দ্যা সিরিজও নির্বাচিত হন তিনি।

(ফিচার ছবিঃhttps://twitter.com/ViratParivesh18/status/1193590591851909120?s=19)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here