নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণাঃ
ফের ভাঙন তৃণমূলের অন্দরে। স্পিড পোস্টে চিঠি দিয়ে দল ছাড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। প্রতিশ্রুতি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি নিজের রাজনৈতিক জীবন নিয়ে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক।
তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তীর কাছে স্পিড পোস্টে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন দীপক হালদার। তবে তৃণমূল ছাড়লেও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না বলেই জানিয়েছেন দীপক হালদার।
আরও পড়ুনঃ নজিরবিহীনভাবে রাজ্যের ৩ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন
তৃণমূলের অন্দরের রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত দীপক হালদার। শোভন বিজেপিতে যোগ দেওয়ার পরেও সেই ঘনিষ্ঠতায় ছেদ পড়েনি। গত মাসেই দীপক হালদারকে শোভনবাবুর দক্ষিণ কলকাতার বাড়িতে দেখা গিয়েছিল। ফলে তাঁর পদ্ম শিবিরে যোগ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দীপক হালদারের জোড়া-ফুল ত্যাগের পর সেই সম্ভাবনাই কি বাস্তবায়িত হতে চলেছে? এই বিষয়টি অবশ্য স্পষ্ট করেননি ডায়মন্ড হারবারের বিধায়ক।
আরও পড়ুনঃ জ্বালানিতে কৃষি সেস, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির দাবি ওড়াল কেন্দ্র
বিগত বেশ কয়েক মাস ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়কের। দলীয় কর্মসূচিতে তাঁকে দেখা যেত না। দলীয় আমন্ত্রণ না পাওয়াই কর্মসূচিতে তাঁর অনুপস্থিতির কারণ বলে দাবি দীপকবাবুর।
এছাড়া দলের নেতা-কর্মীদের দ্বারা তিনি অপমানিত বলে একাধিকবার সোচ্চার হয়েছেন এই তৃণমূল বিধায়ক। নেতৃত্বকে জানিয়েও কোনও সমাধান মেলেনি বলে দাবি তাঁর। তাই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৩০ বছরের বেশি সম্পর্ক ভাঙতে তিনি বাধ্য হলেন বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের দু’বারের বিধায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584