মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। আর তার আগে ২৩ জুলাই সকাল থেকে জাপানের টোকিওতে শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এদিন প্রথমেই ছিল তিরন্দাজি। তবে শুরুটা ভাল হল না। টোকিও অলিম্পিক্স ২০২১-এর বাছাই পর্বে নবম স্থানে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী।
বাছাই পর্বের শুরুটা ভালোই করেছিলেন দিপীকা কুমারী। প্রথম রাউণ্ডের শেষে তিনি চতুর্থ স্থানে ছিলেন। কিন্তু তার পরেই কিছুটা তাল কাটল বিশ্বের এক নম্বর তিরন্দাজের। বাছাই পর্বের ব্যক্তিগত রাউণ্ডে ৭২টি তির টার্গেটে মেরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছেন দীপিকা। পরের রাউন্ডে ভুটানের প্রতিযোগীর মুখোমুখি হবেন তিনি। যদিও অলিম্পিক্স থেকে ছিটকে যাননি দীপিকা।
আরও পড়ুনঃ ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা সেপ্টেম্বর মাস থেকেই, আবেদন নিতে ফের ‘দুয়ারে সরকার’
৬৮০ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থানে পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অ্যান সান। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। যথাক্রমে জ্যাং মিনহি (৬৭৭ পয়েন্ট) ও চেইয়ং কাং (৬৭৫ পয়েন্ট)।
Stay tuned as @ImDeepikaK begins her journey at #Tokyo2020 in a few minutes.
Wish her luck! #Cheer4India @PMOIndia @ianuragthakur @NisithPramanik @YASMinistry @WeAreTeamIndia @indian_archery https://t.co/vIAuHfI6de
— SAIMedia (@Media_SAI) July 22, 2021
এদিকে, আজকেই পুরুষদের মধ্যে বাছাই পর্বে নামবেন ভারতের তিন আর্চার- অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদ্বীপ রাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584