ওয়ার্ল্ড জিনিয়াস রেকর্ডে সেরা দীপিকার সৃষ্ট রঙ্গোলি

0
141

মোহনা বিশ্বাস, নিউজফ্রন্টঃ

অসমের একটি ছোট্ট শহর মার্ঘেরিটার বাসিন্দা দীপিকা সিং। পেশায় শিক্ষিকা। ইংরেজী নিয়েই তাঁর পড়াশোনা। অসমের একটি স্কুলে শিক্ষকতা করেন দীপিকা। স্কুলের নানান অনুষ্ঠানে রঙ্গোলি করার দায়িত্ব থাকে দীপিকার উপরেই। আর সেই থেকেই রঙ্গোলির প্রতি ভালোবাসা জন্মায় তাঁর।

Deepika | newsfront.co
পুরস্কৃত সৃষ্টির সাথে স্রষ্টা। নিজস্ব চিত্র

২০১২ সাল থেকে নতুনভাবে রঙ্গোলি নিয়ে কিছু করার কথা ভাবেন দীপিকা। যেমন ভাবা তেমনি কাজ। সেই থেকেই নানা রকমের রঙ্গোলি দিয়ে ঘর সাজাতে থাকেন এই শিল্পী।

Rangoli | newsfront.co
নিজস্ব চিত্র

তাঁর তৈরি রঙ্গোলিতে কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো অসমের সংস্কৃতি, আবার কখনো মা দুর্গার চিত্র ফুটে ওঠে। অসমে রঙ্গোলির আসল রঙ সচরাচর পাওয়া যায়না, তাই আবির দিয়েই রঙ্গোলি তৈরি করেন দীপিকা।

Rangoli | newsfront.co
নিজস্ব চিত্র

২০২০-র ৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি ১৯৬ স্কোয়্যার ফিটের একটি রঙ্গোলি তৈরি করে ওয়ার্ল্ড জিনিয়াস রেকর্ড গড়েন দীপিকা সিং। ১১ঘন্টা ধরে এই রঙ্গোলি তৈরি করেন তিনি।

Deepika Singh | newsfront.co
নিজস্ব চিত্র
World Genius record | newsfront.co
নিজস্ব চিত্র

দীপিকার সৃষ্ট যে রঙ্গোলিটি ওয়ার্ল্ড জিনিয়াস রেকর্ডে সেরা রঙ্গোলি হিসাবে নির্বাচিত হয়েছে সেই রঙ্গোলিতে হড়াই, দুটি লাল ঝাঁপি এবং দুটি ফক্স টেল অর্কিডের চিত্র ফুটে উঠেছে। এর সবকটিই অসমের সংস্কৃতি। ভারতীয় হিসাবে রঙ্গোলিতে ওয়ার্ল্ড জিনিয়াস রেকর্ড গড়তে পেরে খুশি দীপিকা।

আরও পড়ুনঃ ‘যেখানে আছেন, সেখানেই থাকুন’ যুক্তরাষ্ট্রে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের বার্তা দূতাবাসের

Rangoli | newsfront.co
নিজস্ব চিত্র
Abir Rangoli | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন, রঙ্গোলি কোনও তুচ্ছ বিষয় নয়। ভালোবেসে এই কাজে মন দিলে অবশ্যই সাফল্য আসবে। ওয়ার্ল্ড জিনিয়াস রেকর্ড গড়ার পর স্কুলের মেয়েদের এই কাজে এগিয়ে আসতে উৎসাহিত করছেন দীপিকা। ভারতীয় হিসাবে রঙ্গোলিতে তাঁর এই ওয়ার্ল্ড জিনিয়াস রেকর্ড অনুপ্রেরিত করবে দেশবাসীকেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here