নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
গ্রামীণ দরিদ্র মহিলাদের স্বনির্ভর করতে রাজ্যের বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন। এবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এল দ্বীপশিখা রুরাল ডেভলপমেন্ট সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে তপন ব্লকের দরিদ্র মহিলাদের স্বনির্ভর করতে দেওয়া হচ্ছে মাশরুম চাষ করার জন্য একটি ট্রেনিং।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে আসছে শুভেন্দু, চলছে জোরকদমে দলীয় প্রস্তুতি
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে গৌর গোপাল সেবাশ্রম সংঘে দক্ষিণ দিনাজপুর দ্বীপশিখা রুরাল ডেভলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে ৬০ জন মহিলাকে এই মাশরুম চাষের ট্রেনিং দেওয়া হচ্ছে।আগামীদিনে এই সমস্ত মহিলাদের আত্মনির্ভর করার জন্য হাতে কলমে এই ট্রেনিং তাদের দেওয়া হচ্ছে। এই ট্রেনিং এর মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত আছেন বিভাস সরকার ও অশোক বর্মন নামে এলাকারই দুই যুবক। গ্রামের দরিদ্র মহিলাদের স্বনির্ভর করে তুলতে দ্বীপশিখা রুরাল ডেভলপমেন্ট সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584