শুভেন্দুর পর কর্নেল দীপ্তাংশু-সহ একাধিক নেতা একসঙ্গে ইস্তফা দিলেন তৃণমূলে

0
232

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিধানসভা ও লোকসভা ভোটের আগে রাজনৈতিক দল বদল হয়ে থাকে। কিন্তু বছর শেষ হওয়ার আগেই যেভাবে তৃণমূলে বসেই বেসুরো হওয়া অথবা তৃণমূল থেকে ইস্তফার হিড়িক পড়েছে, তাতে রীতিমতো প্রমাদ গুনছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

amit tulsani | newsfront.co
অমিত তুলসিয়ান

শুভেন্দুর ইস্তফার পর এদিনই পদত্যাগ করেছেন এসবিএসটিসির চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরি। বৃহস্পতিবার আসানসোল পুরসভার প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তাঁরই ঘনিষ্ঠ দুই কাউন্সিলর অমিত তুলসিয়ান ও অভিজিত আচার্য এবং কর্পোরেশনের লিগাল অ্যাডভাইজার রবিউল ইসলাম। পদত্যাগ করেছেন দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ফারাক্কায় দু’দিনের সফরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী

application | newsfront.co

deepanshu choudhary | newsfront.co
কর্নেল দীপ্তাংশু চৌধুরী
chandrasekhar | newsfront.co
চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুনঃ শুভেন্দুর বিরুদ্ধে ভুয়ো মামলা না করার জন্য সতর্ক করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

কিন্তু জিতেন্দ্র তিওয়ারি পদত্যাগ করার আগে তার কাউন্সিলররা পদত্যাগ করলেন কেন?
রবিউল জানান, তিনি কোনওভাবে জানতে পেরেছেন, প্রশাসক পদ ত্যাগ করবেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর কথায়, “জিতেন্দ্র তিওয়ারি আমাকে পদ দিয়েছিলেন, উনি না থাকলে আমিও থাকব না।“

একইভাবে যে ঘরে সুনীলের সঙ্গে শুভেন্দু বৈঠক করেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন কর্নেল দীপ্তাংশুও। সুনীল সিদ্ধান্ত নিতে না পারলেও শুভেন্দুর প্রস্তাবে সায় দেন কর্নেল দীপ্তাংশু। বিশেষত শুভেন্দুর ইস্তফাপত্র প্রত্যাশিত থাকলেও বাকিদের কারুর ইস্তফা পত্র প্রত্যাশিত ছিল না তৃণমূলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here