ভারতকে হারালে সেটা অ্যাসেজের থেকে বড় নজির হবেঃ সোয়ান

0
53

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

soyan | newsfront.co

ভারতকে তাঁদের ঘরের মাটিতে হারানো সম্ভব! শেষবার ভারত নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হারে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। আর ইংল্যান্ডের সেই সিরিজে জেতানোর কারিগর ছিলেন স্পিনার গ্রেম সোয়ান। তার স্পিন জাদুতে উড়ে যান সচিন তেণ্ডুলকাররা। আর এবারও আসছে ইংল্যান্ড। ব্রিটিশরা কি হারাতে পারবে ভারতকে!

অ্যাডিলেডে হারের পর চোট-আঘাতের সমস্যা, বিরাট কোহলির অনুপস্থিতি সত্ত্বেও যেভাবে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাতে মুগ্ধ হয়েছেন সোয়ান। যে সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। প্রাক্তন এই ইংরেজ অফস্পিনার বলেন, “ইংল্যান্ড সবসময় বলে থাকে যে অ্যাসেজ এগিয়ে আসছে। এখন অস্ট্রেলিয়া আর বিশ্বের সেরা দল নয়। ওরা আগে ছিল। কিন্তু এখন বহু যোজন পিছিয়ে আছে। ভারতকে এখন সেরা দল বলা যায়। তাই আমি বলবো ভারত কে যদি হারানো যায় সেটা হবে অ্যাসেজ জয়ের থেকে বড় নজির ইংল্যান্ডের কাছে।”

আরও পড়ুনঃ জীবনযুদ্ধে জয়ী হয়েও ভালোবাসার কাছে হার মানল করোনা

তিনি আরও বলেন, “চিন্তা ধারা বদলাতে হবে ইংল্যান্ড কে অ্যাসেজের বাইরে গিয়ে আমাদের দেখতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতে গিয়ে ভারতকে হারানোর বিষয়টি ঢের বেশি কৃতিত্বের। ২০১২ সালে আমরা হারানোর পর থেকে ঘরের মাঠে ভারত কার্যত অপরাজেয়। তাই আমরা যদি এবার ভারতকে হারাতে পারি আমরা ইতিহাসে নাম তুলতে পারব বলে আমি মনে করি। অস্ট্রেলিয়াতে ওদের হারালে লক্ষ পূরণ হবে না।” ভারতের স্পিন উইকেট নিয়ে তিনি জানান, “স্পিন বোলিং ভালো না করতে পারলে ওদের হারানো যাবে না আমি আর মন্টি সেই বার ভারতকে সেই মন্ত্রতে কাত করি আর কোনো একজন কে ব্যাট করতে হবে কেভিন পি টার সেনের মত।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here