গালওয়ানে সেনা মৃত্যুতে বেদনা প্রকাশ করে টুইট প্রতিরক্ষামন্ত্রীর

0
51

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে ভারতের সংঘর্ষ হওয়ার পর গতকাল রাতেই ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে, আজ অর্থাৎ বুধবার ভারতীয় সেনা সূত্রে বলা হচ্ছে, চিনের তরফে ঠিক কতজন মৃত বা কতজন আহত, তার সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।

Minister Rajnath Singh | newsfront.co
ফাইল চিত্র

তবে সীমান্তের ওপারে চিনাদের যে কয়েকজন সেনাকে স্ট্রেচারে করে বা অ্যাম্বুল্যান্সে করে নিরাপদ স্থানে সরাতে দেখা গিয়েছে, তার ভিত্তিতে বলা যায় ৪০ জনের বেশিই হতাহত হয়েছেন। এখন এদের মধ্যে কতজনের মৃত্যু হয়েছে আর কতজন আহত, তা বেজিংয়ের তরফে সরকারিভাবে না জানানো পর্যন্ত বলা সম্ভব হয়নি।

এদিকে লাদাখের সংঘর্ষের পর থেকেই নয়াদিল্লিতে চলছিল জোর তৎপরতা। গতকাল মাঝরাতেই প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বুধবার তিন সেনার প্রধান এবং সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের সঙ্গে জরুরি বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এই বৈঠকের পরই তিনি নিশ্চিতভাবে জানালেন যে, লাদাখে এই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ”গালওয়ানে জওয়ানদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। কাজের ক্ষেত্রে আমাদের জওয়ানরা অসামান্য সাহস এবং বীরত্ব প্রদর্শন করেছেন এবং ভারতীয় সেনার ঐতিহ্যে জীবন উৎসর্গ করেছে। দেশ কখনও তাঁদের সাহসিকতা আত্মদান ভুলবে না।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here