কাজ থেকে বহিষ্কারের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সিভিল ডিফেন্সের প্রশিক্ষিতদের

0
27

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের মধ্যে কাজ থেকে বহিষ্কার করার প্রতিবাদে এবং পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে সরব হয়ে অবস্থান বিক্ষোভ করলেন সিভিল ডিফেন্স প্রশিক্ষণপ্রাপ্ত ভলেন্টিয়াররা। বৃহস্পতিবার ইসলামপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির মূল ফটকের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেন।

officers | newsfront.co
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার রেগুলেটেড মার্কেট কমিটির চেকপোস্ট কর্মচারীরা যারা সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষিত ভলেন্টিয়ার তাদের পক্ষ থেকে মহম্মদ এরশাদ আলী জানান, জেলা প্রশাসনের নির্দেশে দু’বছর ধরে তারা কাজ করছেন।

আরও পড়ুনঃ বর্ধিত ফি -এর প্রতিবাদে বিক্ষোভ কেশপুরে

হঠাৎই দুমাস আগে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে, তাদের এখন থেকে আর কোন কাজ নেই। এদিন নিয়ন্ত্রিত বাজার সমিতির ফটক বন্ধ করে তার সামনে বিক্ষোভে সরব হয়ে ওঠেন তারা। যতক্ষণ না তাদের কাজ আবার শুরু হচ্ছে ততক্ষণ এই কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।

তাদের দাবি, অবিলম্বে তাদের কাজে নিযুক্ত করতে হবে, তাদের পরিচয় পত্র দিতে হবে এবং বকেয়া পারিশ্রমিক দিতে হবে। যদিও ইসলামপুর মহাকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক খুরশিদ আলম জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। এমনকি ওই যুবকরা তাদের কাছে এমন কোন আবেদনও জানায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here