মদ্যপায়ীদের হাতে আক্রান্ত প্রতিবাদী

0
35

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

বাড়ির সামনে নিত্য মদের আসর বসানোর প্রতিবাদ করায় মারধোর করা হল প্রতিবাদকারী ও তার পরিবারকে। মদ্যপদের হামলায় গুরুতর আহত হয়ে প্রতিবাদকারীর পরিবারের দুই মহিলা হাসপাতালে ভর্তি। পরে এলাকার মানুষজন রুখে দাঁড়ালে ওই হামলাকারীরা পালিয়ে যায়।

man | newsfront.co
নিজস্ব চিত্র

গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের নিউমার্কেট এলাকায়।যদিও খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে। যদিও সে সময় পুলিশ ওই মদ্যপদের ধরার জন্য তল্লাশি জারি রাখলেও আজ সকাল অবধি তাদের খুঁজে পায়নি।

people | newsfront.co
নিজস্ব চিত্র

তবে পুলিশ জানিয়েছে যেহেতু মদ্যপ ও প্রতিবাদকারীরা নিজেরা আত্মীয়। তাই বিষয়টি পারিবারিক হিংসার ঘটনা না আসলে মদের আসর বসানোর ঘটনা, সে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে বালুরঘাট থানার পুলিশ। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

body | newsront.co
আক্রান্ত ব্যক্তি। নিজস্ব চিত্র

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতের বেলায় মদ খেয়ে এসে বন্ধুবান্ধব নিয়ে কাকার বাড়িতে হামলা চালায় বালুরঘাট শহরের নিউমার্কেট এলাকার এক ব্যক্তি। জানা গেছে নিউমার্কেট এলাকার বাসিন্দা পেশায় মাংস ব্যবসায়ী বিকি রবিদাস ওরফে ভোলা রবিদাস দীর্ঘদিন ধরে তার বন্ধুবান্ধবদের নিয়ে বাড়িতে মদের আসর বসায় এবং তার স্ত্রীর উপর মারধর চালায়।

আরও পড়ুনঃ চোর সন্দেহে গ্রেফতার ফেরিওয়ালা

এই নিয়ে তার সাথে তার কাকাদের প্রায় ঝামেলা লেগে থাকে। গত পরশু ভোলা রবিদাস আবার বাড়িতে মদের আসর বসালে তার কাকারা এর প্রতিবাদ করে। আর ঘটনার প্রতিবাদ হতেই ভোলা রবিদাস তার বন্ধুবান্ধবদের নিয়ে তার কাকাদের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ।

সেই ঘটনায় তার কাকাতো বোনের বুকে আঘাত লাগে এবং তার স্ত্রীর হাত ভেঙে যায়। বর্তমানে তারা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর এক কাকা গুরুতর জখম হয় ভোলা রবিদাসের আক্রমণের ফলে বলে অভিযোগ।

অভিযোগ এরপরে ফের সোমবার রাত্রে ভোলা রবিদাস তার বাড়ির সামনে মদের আসর বসালে পুনরায় তার কাকারা প্রতিবাদ জানায়। সেই সময় ভোলা রবিদাস আবার আক্রমণ করবার চেষ্টা করলে পাড়ার লোকেরাও রুখে দাঁড়ায় বলে জানা গেছে। ঘটনায় বেগতিক দেখে ভোলা রবিদাস তার বন্ধুবান্ধবদের নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ সাগরপাড়ায় অস্বাভাবিক মৃত্যু, স্ত্রীর অবৈধ সম্পর্কের জের বলে অভিযোগ

এরপরে ভোলা রবিদাসের কাকারা বালুরঘাট থানায় ঘটনাটি জানালে পুলিশ প্রশাসন তদন্তে নামে। এই ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছে ভোলা রবিদাসের কাকা বিনোদ রবিদাস এবং আহত কিশোরীর মা সোমা রবিদাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here