অ্যামাজনে সবচেয়ে বেশি বৃক্ষনিধন গত একবছরে

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অ্যামাজনে এক বছরে ১১ হাজার ৮৮ বর্গ কিলোমিটার জঙ্গল কেটে ফেলা হয়েছে, গত ১২ বছরের মধ্যে ২০২০ সালে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে অ্যামাজন জঙ্গল। এই ঘটনার জন্য পরিবেশবিদরা আঙুল তুলছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর দিকে। বলসোনারোই জঙ্গল কাটতে উৎসাহ দিয়েছেন বলে ডয়েশ ভেলের খবরে প্রকাশ।

Brazil Amazon | newsfront.co

পৃথিবীর মোট কার্বন নিঃসরণের একটি বড় অংশ টেনে নেয় অ্যামাজনের জঙ্গল, যে কারণে অ্যামাজনের জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। প্রায় ৩০ লক্ষ প্রজাতির গাছ এবং জন্তু ও কীটপতঙ্গ রয়েছে এই জঙ্গলে। এছাড়া আছে প্রায় দশ লক্ষ জনজাতি।

দীর্ঘদিন যাবৎ এই জনজাতিরাই জঙ্গলকে রক্ষা করে চলেছে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে ধ্বংস করা হয়েছে সারা পৃথিবীর জঙ্গলকে। কিন্তু গত দুই দশকে জঙ্গল কাটার প্রবণতা খানিক কমেছে বিশ্ব জুড়েই। বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা বাড়ার কারণেই জঙ্গল নিধন কিছুটা কমেছে। পরিবেশবিদদের বক্তব্য, শুধুমাত্র অ্যামাজনের জন্যই বিশ্ব উষ্ণায়নের মাত্রা প্রতিহত করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুনঃ একটু স্পর্শ দরকার! কোভিড রোগীকে জড়িয়ে ধরে আশ্বাস দিলেন চিকিৎসক

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো পরিবেশ নিয়ে মোটেই মাথা ঘামান না, তিনি অ্যামাজন ধ্বংসের পক্ষে প্রকাশ্যেই সওয়াল করেন। ২০১৯ সালে অ্যামাজন অঞ্চল থেকে খনিজ সম্পদ সংগ্রহের জন্য জঙ্গল কাটার ছাড়পত্র তিনি দিয়েছিলেন। অ্যামাজন অঞ্চলে চাষবাসের ছাড়পত্রও তিনি দিয়েছেন। যা নিয়ে বহু প্রতিবাদ হয়েছে।

আরও পড়ুনঃ ব্রহ্মপুত্র নদের উপর বিশাল বাঁধ তৈরির পরিকল্পনা চিনের, সমস্যায় পড়ার সম্ভাবনা ভারতের

২০০৮ সালে অ্যামাজনের সাত হাজার ৫৩৬ বর্গফুট ধ্বংস করা হয়েছিল ‘তথাকথিত’ উন্নয়নের জন্য। এই সময় অ্যামাজন রক্ষার বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

২০১৯ সালে ক্ষমতায় আসেন বলসোনারো, অ্যামাজন রক্ষার সমস্ত সিদ্ধান্তকে নস্যাৎ করে দিয়ে নতুন করে জঙ্গল নিধন শুরু করেন তিনি। পরিবেশবিদরা বলছেন, যেভাবে জঙ্গল নষ্ট হয়েছে গত এক বছরে তা যদি চলতে থাকে, তাহলে এর প্রভাব পড়তে শুরু করবে বিশ্ব উষ্ণায়নে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here