সামাজিক দূরত্বকে পাত্তা না দিয়ে রাম নবমী উপলক্ষে রাজ্যের মন্দিরে-মন্দিরে ভিড়

0
64

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

দেশব্যাপী লকডাউন উপেক্ষা করে মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি সহযোগে রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ জুড়ে  মন্দিরে মন্দিরে ভিড়ে সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখান হল।

ছবি সৌজন্যে: দ্য হিন্দু

বিভিন্ন জেলার পুলিশকে পূণ্যার্থীদের মন্দিরে পূজা দেওয়ার পরই সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিতে হয়।

কলকাতার মানিকতলা, বেলেঘাটার , গিরিশ পার্কের বিভিন্ন মন্দিরের সামনে পুজো দেওয়ার ভিড় ছিল লক্ষণীয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে এই সমস্ত জায়গায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।  তেমনই বেশ কিছু মন্দিরের গেট ছিল বন্ধ। বাইরে থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় সেখানে।

এক ই সঙ্গে পাল্লা দিয়ে জেলায় জেলায় পূণ্যার্থীদের মন্দিরে মন্দিরে ভিড়ও ছিল লক্ষ্যণীয়।

boy |newsfront.co
বালুরঘাটের  মেলা (নিজস্ব চিত্র)

সংবাদমাধ্যম দ্য হিন্দু সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুরের এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন যে জেলার গোয়ালতোড় এলাকায় এক চায়ের দোকানে জটলাকে কেন্দ্র করে পুলিশের উপর আক্রমণ করা হয়। এই ঘটনায় বেশকিছু পুলিশ কর্মী আহত হয়েছে ও পুলিশ ভ্যান ভাংচুর হয়েছে। দুজন পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালুরঘাটের রঘুনাথপুর অঞ্চলে সকাল থেকে শুরু হয়  রামনবমী মেলা।বৃহস্পতিবার মেলা ঘিরে বাড়তে শুরু করে ভক্তদের ভিড়, রীতিমতো দোকান পসরা সাজিয়ে চলে বেচাকেনা। যত বেলা বেড়েছে ভিড়ও তত বেড়েছে বালুরঘাটের রঘুনাথপুর রাম মন্দিরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here