মাদ্রাসা বোর্ডের ডিগ্রি চাকরির আবেদনে গ্রাহ্য নয় -নীরব পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী

0
8985

মোতাহার সেখ , নিউজ ফ্রন্ট :-

মাদ্রাসা বোর্ডের  ডিগ্ৰি কেন্দ্রীয় ডাক বিভাগ অবৈধ ঘোষণা করেছে এবং এর দায় পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারের উপরেই চাপিয়েছে। ডাক বিভাগের বক্তব্য রাজ‍্যের শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মাদ্রাসা পর্ষদ যে সার্টিফিকেট ইস‍্যু করে তা আইন ও সরকারি নির্দেশ মেনে করা হয়না। এই খবর জানাজানি হতেই রাজ‍্যের শিক্ষা মহলে হৈচৈ পড়ে গেছে।মাদ্রাসার বর্তমান পড়ুয়াদের অভিভাবকদের সচেতন অংশ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত।

উল্লেখ্য,পশ্চিমবঙ্গ সরকার ‘মাদ্রাসা শিক্ষা পর্ষদকে’ আইনসভায় বিধিবদ্ধ করেছেন ১৯৯৪ সালে পর্ষদ অ্যাক্টের মাধ্যমে। ফলে মাদ্রাসা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের ন্যায় স্বশাসিত শিক্ষা পর্ষদের সমমর্যাদা লাভ করে এবং ছাত্রছাত্রীদের সার্টিফিকেট বৈধ্যতা পায়। সেই সার্টিফিকেট নিয়ে মাদ্রাসা উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আজ দেশে বিদেশে  ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং বিভিন্ন প্রশাসনিক পদে যোগ্যতার সঙ্গে চাকরী করছে৷

গ্ৰামীন ডাক সেবক নিয়োগের সেই পুনঃবিজ্ঞপ্তি

কিন্তু আজ বিপাকে পড়েছে হাজার হাজার মাদ্রাসা উত্তীর্ন শিক্ষার্থীরা। এই নিয়ে সেন্ট্রাল আ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কোর্টে(ক‍্যাট/CAT) কেসও করে মাদ্রাসা মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের মধ‍্য থেকে জিডিএস’এ পুরানো বিজ্ঞপ্তিতে আবেদনকারী সামসুল আলম। সেই মামলায় কেন্দ্রীয় ডাক বিভাগ থেকে রাজ‍্য ডাক বিভাগকে যে চিঠি পাঠানো হয় যাতে মাদ্রাসা পর্ষদের সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

ইতিমধ্যে মামলাকারীর আইনজীবি সামিম আহমেদ বলেন , “এর পেছনে একটা বড় চক্রান্ত কাজ করছে। রাজ‍্য থেকে মাদ্রাসা শিক্ষা ব‍্যবস্থা তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে।”

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথির দু-একটি মাদ্রাসা কর্তৃপক্ষ সুপ্রিমকোর্টে মাদ্রাসা বোর্ডের অ্যাক্টের বৈধ্যতা নিয়ে চ্যালেঞ্জ করায় এই জটিলতা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ রাজ‍্যের শিক্ষামহলের একাংশের।

আইনি এই জটিলতায় মাদ্রাসা থেকে শিক্ষালাভ করা হাজার হাজার ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ আজ অন্ধকারে। কিন্তু এ রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর যাঁর দায়িত্বে আছেন তিনি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু  দীর্ঘদিন ধরে চলা রাজ‍্যের মাদ্রাসা শিক্ষার অচলাবস্থা নিয়ে  রাজ্য সরকার ও প্রশাসন এক অদ্ভুত নিরবতা পালন করে চলেছে।মাদ্রাসা বোর্ড থেকে ডিগ্রি অর্জনকারী লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী যারা আজ চাকরিপ্রার্থী তারা প্রমাদ গুনছে আজ ডাক বিভাগে যদি তারা আবেদনের অযোগ্য হয়, কাল স্কুল সার্ভিস, পরশু পিএসসি, অতঃপর রেলে আবেদনের অযোগ্য ঘোষণা হবে না তার নিশ্চয়তা কোথায়? অনিশ্চিত ভবিষ্যতের এই দুর্বিপাকে তারা আজ দিশেহারা।

(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here