শিবশঙ্কর চ্যাটার্জী,দক্ষিন দিনাজপুরঃ
দুই ড্রাইভারের গন্ডগোলে গৌড়লিংক ছাড়তে দেরি সমস্যায় যাত্রীরা।
২০০৪ সালে জেলায় রেল আসার পর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা সমস্ত অংশ মালদার মহানগর স্টেশন,গাজল সহ বিস্তীর্ন অঞ্চল গৌড় লিংক ট্রেনটির ওপর নির্ভরশীল।এই অঞ্চলের বহু মানুষ গৌড় লিংক ধরে কলকাতায় গিয়ে পরদিন বিভিন্নধরনের অফিসিয়াল কাজ,সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন সেই গৌড় লিংকের যাত্রীরা দুই ড্রাইভার গন্ডগোলে সমস্যা পরেন।
জানা গেছে,আজ বালুরঘাট শিয়ালদহ গৌড়লিংক এক্সপ্রেস কোন ড্রাইভার নিয়ে যাবে তা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ।ট্রেন ছাড়ার টাইম আতিক্রম হয়ে গেলেও নির্বিকার রেল প্রশাসন।
আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত তৃণমূলের দলীয় কার্যালয়,অভিযোগ বিজেপির বিরুদ্ধে
শিলিগুড়ি থেকে আগত ইন্টারসিট এক্সপ্রেসের ড্রাইভারের যুক্তি তাদের ১২ঘণ্টা ডিউটি টাইম ওভার হয়ে গিয়েছে। সুতরাং তারা ট্রেন সান্টিং করবেন না। অন্যদিকে গৌড়লিংক এক্সপ্রেসের জন্য বরাদ্দ ড্রাইভারের যুক্তি ট্রেন সানটিং অবস্থায় না পেলে তারাও ইঞ্জিনে বসবেন না।সমস্যায় যাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584