সুদীপ পাল,বর্ধমানঃ
বিহার সরকারের সাত জনের প্রতিনিধিদল পূর্ব বর্ধমান জেলায় ঘুরে গেলেন। যেহেতু ১৯৭৭ সালের পর থেকে দীর্ঘদিন বিহারে পঞ্চায়েত নির্বাচন হয়নি এবং ২০০২ সালের পর থেকে সেখানে পঞ্চায়েত নির্বাচন হলেও তার রূপরেখা তৈরি করতে বেছে নেওয়া হলো পূর্ব বর্ধমান জেলাকেই। বিহার সরকারের পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এ এল মীনার নেতৃত্বে সাত জনের প্রতিনিধি দল আসে।
বাংলায় ত্রিস্তর পঞ্চায়েতের কাঠামো এবং ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে কিভাবে সরকারী কাজকর্ম পরিচালনা করা হচ্ছে তা দেখার জন্যই তাঁরা আসেন।
কিন্তু বর্ধমান কেন?একমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত পুরুষ ও মহিলা সদস্যদের স্থায়ী প্রশিক্ষণ শিবির রয়েছে। বিহার সরকারের প্রতিনিধিরা বাংলার এই পঞ্চায়েত পরিচালনার কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
আরও পড়ুনঃ ফরাক্কা ব্যারেজ কলোনি রক্ষার্থে যৌথ আন্দোলনে আবাসিকরা
পূর্ব বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, নির্মল বাংলা, ১০০ দিনের প্রকল্পের মত কাজগুলি নিয়ে তাঁরা প্রশংসা করেছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584