নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দিল্লির নির্বাচনী পর্ব ২০২০ এর প্রার্থীদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া পতপরগঞ্জ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। গতকাল, মঙ্গলবার এই তালিকা প্রকাশিত হয়েছে।
Best wishes to all. Don’t be complacent. Work v hard. People have lot of faith in AAP and u. God bless. https://t.co/JuuvriCoNG
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 14, 2020
সূত্রের খবর, দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে আপ-(এএপি)এর নেতৃত্বরা দিল্লির নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন। জানা গেছে, চাঁদনি চক থেকে প্রলহাদ সিং সাহানি, দ্বারকা থেকে বিনয় কুমার মিশ্র এবং গান্ধিনগর থেকে দীপু চৌধুরীকে দাঁড় করানো হয়েছে। অন্যদিকে কোন্দলিতে মনোজ কুমারকে সরিয়ে জায়গা করে নিয়েছে কুলদীপ কুমার।
আরও পড়ুনঃ সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল বিজয়নের
ইতিমধ্যেই আম আদমি পার্টির অফিসিয়াল টূইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে যে আসন্ন নির্বাচনের ৭০ জন প্রার্থীর নাম আপ ইতিমধ্যেই ঘোষণা করেছে। প্রত্যেককেই আপের তরফ থেকে অসংখ্য অভিনন্দন তারা যেন নিজ নিজ নির্বাচন ক্ষেত্রে একতা এবং ভরসা প্রতিষ্ঠা করে আলাদা জায়গা করে নেয়।
অন্যদিকে কেজরিবাল টুইটারে সকলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আত্মতুষ্ট হবে না একেবারেই। পরিশ্রম কর। মানুষের তোমাদের এবং আপের উপর ভরসা আছে। আশীর্বাদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584