নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আজ সাংবাদিক বৈঠকে চিফ ইলেকশন কমিশনার সুনীল আরোরা জানান, ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে একদফায়।
ভোটগণনা হবে তার ঠিক তিনদিন পর, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি। নির্বাচনের মনোনয়ন জমা নেওয়া হবে ১২ জানুয়ারি থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারি। পরের দিন থেকে চলবে স্ক্রুটিনি। জানা গেছে, মোট ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। বুথ সংখ্যা ১৩ হাজার ৭৫০টি।
আরও পড়ুনঃ দিঘায় দৈত্যাকার মাছ ঘিরে উৎসাহীদের ভিড়
এ দিন সুনীল আরোরা ইভিএম প্রসঙ্গে বলেন, ‘‘ইভিএম নিয়ে কোনও অভিযোগ বা গুজবে কান দেবেন না।’’ হরিয়ানা বিধানসভার নির্বাচনে একটি ভিডিওকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল।
এক প্রার্থী দাবি করেছিলেন, যেখানেই ভোট দিন, ভোট বিজেপির ঘরেই পড়বে। সে প্রসঙ্গে এ দিন চিফ ইলেকশন কমিশনার বলেন, ‘‘ওই সময় শুধুমাত্রা ওই কেন্দ্রটির জন্য বিশেষ অবজার্ভার হিসেবে বিনোদ জুৎসিকে পাঠানো হয়েছিল।
আরও পড়ুনঃ জেএনইউ কাণ্ডে আটক চার, উপাচার্যকে তোপ শিক্ষার্থীদের
আমরা খতিয়ে দেখেছিলাম, ইভিএম-এ যেখানে ভোট দেবেন ভোটাররা, তা কোনও ভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। ভোটের ফলের পরে দেখা গিয়েছিল, ওই প্রার্থী প্রাপ্ত ভোটের নিরীখে ৩ নম্বরে ছিলেন।’’
দিল্লির শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হয় ১০ তারিখ। সে বার ৭০ আসনের মধ্যে আম আদমি পার্টি জিতেছিল ৬৭টি আসনে। বাকি তিনটি পেয়েছিল বিজেপি। কংগ্রেস কোনও আসনে জেতেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584