ওয়েব ডেস্ক, দিল্লিঃ
দিল্লি বিধানসভার শান্তি ও সংহতি কমিটির প্যানেল ফেব্রুয়ারির দাঙ্গায় ফেসবুককে অভিযুক্ত করে সমন পাঠাচ্ছে তাদের অফিসে।
বিধানসভার শান্তি ও সংহতি কমিটির প্যানেলের প্রধান রাঘব চাড্ডা বলেন, প্রাথমিক তদন্তে দাঙ্গা ও হিংসা ছড়ানোর ক্ষেত্রে ফেসবুককে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ মদত যে আছে ফেসবুকের সে অভিযোগ করা যায়।
অসংখ্য ব্যবহারকারীর থেকে অভিযোগ পাওয়া স্বত্বেও হিংসায় উস্কানিমূলক বিষয়বস্তু তারা সরিয়ে দেয়নি, যা দাঙ্গা ছড়াতে সাহায্য করেছে।
আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গা: দেবাঙ্গনা কলিতার জামিন মঞ্জুর
আপ বিধায়ক শ্রী রাঘব চাড্ডা দাবি করেন, দিল্লির দাঙ্গার ঘটনায় আর একটি অ্যাডিশনাল চার্জশিট ফাইল করা প্রয়োজন ফেসবুকের বিরুদ্ধে এবং এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। শ্রী চাড্ডা আরও বলেন, এই প্যানেল সন্দেহ করছে, দাঙ্গাকারীদের সঙ্গে ফেসবুকের পূর্ব পরিকল্পিত যোগ সাজশ ছিল।
আরও পড়ুনঃ ডাঃ কাফিল খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
সদ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত রিপোর্ট উল্লেখ করে শ্রী রাঘব চাড্ডা বলেন, এই তথ্য সামনে আসার পর বোঝা যাচ্ছে ফেসবুকের সম্পর্কে ওঠা অভিযোগগুলি অমূলক নয়। শ্রী রাঘব চাড্ডা বলেন, এই বিষয়ে তদন্ত অসম্পূর্ণ থেকে যাবে যতক্ষণ না ফেসবুকের বক্তব্য জানা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584