নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
দিল্লির ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। এক নাবালকের মাধ্যমে নিজেকে খুন করার জন্য সুপারি দিয়েছিলেন গৌরব বনসাল নামের ওই ব্যবসায়ী। ঋণে জর্জরিত পরিবার যাতে বিমার টাকা পায়, সেজন্যই এই নয়া কৌশল ফেঁদেছিলেন দিল্লির আইপি এক্সটেনশন এলাকার ওই বাসিন্দা। এমনটাই অনুমান পুলিশের।
ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৌরবের দেহ উদ্ধার করে পুলিশ। সেই সময়ে তার হাত-পা বাঁধা ছিল। মৃতদেহের কাছ থেকেই গৌরবের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেই কল রেকর্ড ঘেঁটে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। তাতে দেখা যায় এক নাবালককে এই খুনের কাজে নামিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ আইনস্টাইনের উক্তিতে মোদী সরকারকে আক্রমণ রাহুলের
ঘটনাস্থলে পৌঁছনোর পর তাঁকে চেনার জন্য ছবি পাঠিয়ে দেন। তারপর এই খুনের ঘটনা ঘটে। ইতিমধ্যেই মনোজ কুমার যাদব, সুরজ এবং সুমিত কুমার নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নাবালককে আটক করা হয়েছে। দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে জেরা চলছে
ব্যবসায়ী গৌরব বনসালের স্ত্রী শানু বনসাল পুলিশকে জানিয়েছেন, ৯ জুন রাতে নিজের দোকান থেকে বেরোনোর পর আর ফেরেননি গৌরব। গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোক থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরদিন সকালে ঝুলন্ত অবস্থায় গৌরবের দেহ উদ্ধার করে পুলিশ।
মৃতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ৬ লক্ষ টাকা ঋণ ছিল ওই তাঁর স্বামীর। এ বিষয়ে চিন্তিত ছিলেন তিনি। কিছুদিন আগে সাড়ে তিন লক্ষ টাকা ক্রেডিটকার্ড জালিয়াতি হয় তাঁর স্বামীর সঙ্গে। তবে কত টাকার বিমা করেছিলেন গৌরব বনসাল, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে নিজেকে খুন করার জন্যই বা তিনি কত টাকা দিয়েছিলেন সুপারি কিলারকে? ধোঁয়াশায় ঢাকা এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584