নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখল দিল্লি আর হেরেই চলছে রাজস্থান। এদিন টস জিতে বোলিং নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে ২০০ তুলতে পারেনি দিল্লি।
প্রথমেই তাঁদের ওপেনার শিখর ধাওয়ান আউট হন তাড়াতাড়ি। পৃথ্বী ১৯ ও ধাওয়ান মাত্র ৫ রান করেন৷ এরপর দারুণ ফিল্ডিং করে ফর্মে থাকা অপর দুই ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্তকে দ্রুত ডাগ-আউটে পাঠায় রাজস্থান৷ আইয়ার ২২ রান করেন, পন্ত ৫ রান করেন৷ মার্কাস স্টওনিস ও শিমরন হেটমাইয়ের ঝোড় ইনিংস দিল্লিকে ভালো জায়গায় নিয়ে যায়। হেটমায়ারের ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তোলে দিল্লি।
আরও পড়ুনঃ টি টোয়েন্টিতে বোলারদের আরও সুবিধা দেওয়ার পক্ষে গাভাসকার
রাজস্থানের ইনিংসে প্রথম আঘাত হেনেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। মাকড়িও করা বাটলারকে শুরুতেই আউট করেন মারতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ তুলেছিলেন ওপেনার। তিনে নামা অধিনায়ক স্টিভ স্মিথও ব্যর্থ। ১৭ বলে ২৪ রান করে ফিরেছিলেন স্মিথ, সঞ্জু স্যামসন ৫। লড়াইয়ের চেষ্টা করেছিলেন রাহুল তেওয়াটিয়া। কিন্তু, শেষ ওভারে ৪৯ রান তোলা অসম্ভব ছিল। ২৯ বলে ৩৮ রানে ফিরলেন তিনি। ১৩৮ রানে দুই বল বাকি থাকতে শেষ হয় রাজস্থান। এই জয়ের ফলে ফের শীর্ষস্থানে দিল্লি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584