আইয়ার ঝড়েই হার কেকেআরের

0
85

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ফের বোলিং ব্যর্থতার মুখ দেখল টিম কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামের প্যাট কামিন্স থেকে সুনীল নারিন, বরুন চক্রবর্তী সবাই ব্যর্থ। কিছুটা ভালো বল করলেন আন্দ্রে রাসেল। এদিন নাইটরা কুলদীপ যাদবকে বসিয়ে বাড়তি ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠিকে খেলায়, মান রাখলেন রাহুল।

Shreyas Iyer | newsfront.co

এদিন দিল্লির তরুণ ব্যাটসম্যানরাই উড়িয়ে দিলো নাইটদের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর৷ শুরুটা দারুণ করে দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বীশ৷ ওপেনিং জুটিতে ৫৬ রান তোলে দিল্লি৷ ৪১ বলে চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যেে ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তরুণ এই ওপেনার৷

Shreyas Iyer | newsfront.co

পৃথ্বীশ আউট হওয়ার পর আইয়ার ও ঋষভ পন্থ দু’জনে মিলে ১৭ বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৩৮ রান করেন পন্থ৷এরপর ২০২০ আইপিএলে তাঁর সেরা ইনিংসটি খেলেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার৷ ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেন আইয়ার৷ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

KKR | newsfront.co

বেশি রানের লক্ষ নিয়ে নেমে চাপে পড়ে কেকেআর টপ অর্ডার। এদিন ও ব্যর্থ সুনীল নারিন। গিল সেট হলেও বড় রান পেলেন না। তবে নীতিশ রানা তিন নম্বরে নেমে রান পেলেন। উপরে নেমে রান পেলেন না রাসেল ফিরে গেলেন রাবাদার বলে।

আরও পড়ুনঃ ফর্মে ফিরলেন বিরাট, রাজস্থান ম্যাচ জিতে লিগ শীর্ষে বেঙ্গালুরু

কেকেআরের লজ্জার হার যখন সময়ের অপেক্ষা তখনই সপ্তম উইকেটে ইয়ন মর্গ্যান ও রাহুল ত্রিপাটির ৭৮ রানের জুটিতে ম্যাচে ফেরে কেকেআর শেষ ১২ বলে জয়ের জন্য কেকেআরের প্রয়োজন দাঁড়ায় ৩১ রান‌।

কিন্তু ১৯তম ওভারে আগুনে ফর্মে থাকা মর্গ্যানকে আউট করেন নর্ৎজে। আউট হওয়ার আগে অবশ্য দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। ১৮ বলে ৪৪ রান করেন তিনি। মর্গ্যান ফিরতেই হার আর পারেনি কেকেআর ১৮ রান দূরেই থামতে হয় নাইটদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here