নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ফের হারের সরনীতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। দিল্লির তরুণ দলের কাছে বড় ব্যবধানে হার, পরাজিত টিম বিরাট। প্রথমে ব্যাট করা দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথীশ জুটির কাছে চাপে পড়ে বেঙ্গালুরু বোলাররা।
পঞ্চম ওভারের পঞ্চম বলেই ৫০ রানে গণ্ডি ছুঁয়ে ফেলে দিল্লি৷ মাত্র ২৩ বলে পাঁচটি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী শ ৷ ওপেনিং জুটিতে ৬৮ রান যোগ করে মহম্মদ সিরাজের শিকার হন পৃথ্বী। ২৮ বলে ৩২ রান করে আউট হন ধাওয়ান৷ ব্যর্থ হন দিল্লি অধিনায়ক আইয়ার।
শ্রেয়স আউট হওয়ার পর ক্রিজে আসেন স্টওনিস৷ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি৷ তাঁকে সঙ্গ দেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেটে দু’জনে ৮৯ রান যোগ করে দলকে বড় রানে পৌঁছে দেন। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৬ তোলে টিম দিল্লি।
আরও পড়ুনঃ আইপিএলে নেই ভুবি, অমিত
ব্যাট করতে নেমে রাবাডার আগুনের জোরে বোলিংয়ের সামনে উড়ে গেলো দিল্লি ব্যাটিং। তাঁদের ওপেনার ফিঞ্চকে প্রথমে ফেরান প্যাটেল এরপরে দেবদূতকে আরেক স্পিনার অশ্বিন ফেরান। এরপরে কোহলি নেমে চেষ্টা করেন ক্রিজে থেকে।কিন্তু তিনি কারোর সাহায্য পাননি।
আরসিবির রান মেশিন ডেভিলিআরর্স সেট হওয়ার আগেই আউট হন। বিরাট করেন ৪৩। ২০ ওভারে আরসিবি তোলে ১৩৭ নয় উইকেট হারিয়ে । লীগ টেবিলের শীর্ষ স্থানে উঠে এল তরুণ দিল্লি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584