নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দিল্লিতে করোনার সংক্রমনের হার অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে, জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাই আগামীকাল থেকে ধীরে ধীরে আনলকের পথে হাঁটবে দিল্লি সরকার। শিথিল করা হল কিছু নিষেধাজ্ঞাও।
আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, আগামীকাল থেকে খোলা যাবে সমস্ত বাজার, শপিংমল। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে রেস্তোরাঁ। তবে হোটেল বা রেস্তোরাঁ বুক করে কোনো অনুষ্ঠান করা যাবে না। চালু থাকবে জরুরী পরিষেবা। বাজার, শপিং মল খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে শিক্ষা প্রতিষ্ঠান গুলি এখনই খুলছে না। বন্ধ থাকবে জিম, যোগাকেন্দ্র, পার্ক। বড়ো কোনো জমায়েত করা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
Prohibited/restricted activities to come into effect in Delhi from 5 am tomorrow till 5 am on 21st June or further orders, whichever is earlier, as follows – pic.twitter.com/aJ5no3XqQR
— ANI (@ANI) June 13, 2021
আরও পড়ুনঃ আলীগড়ে ভর্তি প্রক্রিয়া শুরু
জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ কার্যকর থাকবে এই নিয়ম। পরে পরিস্থিতির ওপর বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। এও জানানো হয়েছে যে, সংক্রমনের হার বাড়লে পুনরায় লকডাউন ঘোষণা করবে দিল্লি সরকার।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দিল্লিতে সম্পূর্ন লকডাউন ঘোষণা হয়েছিল। গতসপ্তাহে দিল্লিতে মেট্রো পরিষেবায় ছাড় দিয়েছে কেজরিওয়াল সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584