নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও নেহাৎ কম নয়। এমতাবস্থায় জ্বর, সর্দি, কাশি নিয়ে সেল্ফ কোয়ারেন্টাইনে গেলেন দিল্লির মুুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার থেকেই জ্বর ও কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। তাই এই করোনা পরিস্থিতিতে কোনোরকম ঝুঁকি না নিয়ে সেল্ফ কোয়ারেন্টাইনে গেছেন কেজরিওয়াল। যদি তাঁর শারীরিক পরিস্থিতির কোনও পরিবর্তন না ঘটে তাহলে মঙ্গলবার লালারস সংগ্রহ করে রাজধানীর মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষা হবে।
Delhi CM Arvind Kejriwal was complaining of fever and soar throat since yesterday, after which he isolated himself at his residence. He will undergo #COVID19 test tomorrow. He is also diabetic: AAP leader Sanjay Singh pic.twitter.com/9pF1CoJKEM
— ANI (@ANI) June 8, 2020
আজ কোনও বৈঠকও তাঁর বাড়িতে করবেন না বলে জানিয়েছেন স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিতে এই মুহূর্তে করোনা আক্রান্ত ২৮ হাজার ৯৩৬ জন। করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮১২ জনের। গত কয়েকদিনে মারাত্মক বিতর্ক হয়েছে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কের মাঝেই ভোট বাদ্যি অমিতের ভার্চ্যুয়াল জনসভায়!
দিল্লিতে করোনা রোগীদের টেস্ট করা হচ্ছেনা, হাসপাতালে করোনা পজিটিভ রোগীদের ভর্তি করা হচ্ছে না, এই অভিযোগ উঠেছে। এরপরই রবিবার কেজরিওয়াল ঘোষণা করেন যে, শুধুমাত্র দিল্লিবাসীর জন্য দিল্লিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা বেড সংরক্ষণ করা হবে। যে কোনও হাসপাতাল করোনা সন্দেহে আসা রোগীদের ফিরিয়ে দিতে পারবে না। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584