গৃহবন্দি কেজরিওয়াল! দাবি আপের, অস্বীকার পুলিশের

0
105

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চাঞ্চল্যকর দাবি আম আদমী পার্টির, সোমবার সিংঘু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের সাথে দেখা করতে যাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করে রেখেছে দিল্লি পুলিশ।

Arvind Kejriwal | newsfront.co
ফাইল চিত্র

টুইট করে আপের তরফে এমনটাই দাবি করা হয়েছে। এমনকি, কাউকেই তাঁর বাড়িতে ঢুকতে ও বেরোতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে আপের টুইটে।

আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ সাংবাদিক বৈঠকে বলেন, কৃষক আন্দোলনকে সমর্থন করায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাঁরা সকলে মিলে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাবেন এবং মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নিয়েই কৃষকদের বিক্ষোভস্থলে যাবেন তাঁরা।

আপের দাবি অস্বীকার করে, ডিসিপি (নর্থ) জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়নি। সোমবার সিংঘু সীমান্তে গিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল।

আরও পড়ুনঃ দু’পয়সার প্রেস! ‘সঠিক’ বক্তব্যের জন্য ব্যাঙ্গাত্মক ভাষায় ক্ষমা চাইলেন সাংসদ মহুয়া মৈত্র

কৃষকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। আজ কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি। অপরদিকে, ভারত বনধে শান্তি বজায় রাখতে গতকাল সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ অ্যাডভাইসারি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here