শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
দিল্লির একটি আদালত শুক্রবার খারিজ করে দিল শারজিল ইমামের জামিনের আবেদন। আদালত এদিন বলেছে, তাঁর বক্তৃতার স্বর এবং স্থায়িত্ব জনমানসের প্রশান্তির ওপর প্রভাব ফেলতে পারে।

সিএএ-এনআরসি বিরোধী ‘শাহিনবাগ প্রতিবাদ’-এর অন্যতম প্রধান উদ্যোক্তা দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক শারজিল ইমামকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। অভিযোগ ওঠে সিএএ বিরোধী বিক্ষোভে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শারজিলের বক্তৃতার মন্তব্য নাকি বিচ্ছিনতাবাদী ও সাম্প্রদায়িক।
আরও পড়ুনঃ বিধ্বংসী আগুন দক্ষিণ মুম্বাইয়ের বহুতলে, প্রাণ বাঁচাতে ১৯ তলা থেকে লাফ এক ব্যক্তির
এই অভিযোগে ৫ রাজ্যে শারজিলের বিরুদ্ধে দেশদ্রোহ সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়। বিহারের জাহানাবাদে পৈতৃক বাড়ি থেকে শারজিলকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের একটি দল। উল্লেখ্য, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী ভাষণ দেওয়ার কারণে দেশদ্রোহের অভিযোগ উঠেছিল চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584