ভার্চুয়াল হাজিরা নয় সশরীরেই হাজিরা দিতে হবে রুজিরাকে, নির্দেশ দিল্লির আদালতের

0
95

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয় ইডি। সেই মামলায় আজ ৩০ সেপ্টেম্বর রুজিরাকে হাজিরা দিতে নির্দেশ দেয় আদালত। রুজিরা উপস্থিত হননি আদালতে, ভার্চুয়ালি উপস্থিত থাকার আবেদন জানান তাঁর আইনজীবী। সে আবেদন গ্রহণ করেনি আদালত। আগামী ১২ অক্টোবর দুপুর ২টোয় সশরীরে রুজিরাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি পঙ্কজ শর্মা।

Rujira Banerjee
রুজিরা বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য, ইডি রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। করোনা পরিস্থিতিতে দুই সন্তানকে নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানান রুজিরা। ইডি কর্তাদের দাবি, সেসময় দিল্লিতেই ছিলেন রুজিরা। এমনকি গিয়েছিলেন একটি বিউটি পার্লারেও। অথচ ইডি-র সমনের সাড়া দেননি। অন্য একটি মামলায় দিল্লি হাইকোর্টে একই দাবি করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু। এরপরেই পাটিয়ালা হাউজ কোর্টের দ্বারস্থ হয় ইডি। সেই মামলায় আজ রুজিরাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় দিল্লির আদালত।

আরও পড়ুনঃ কংগ্রেস সঙ্গ ত্যাগ, যাচ্ছেন না বিজেপিতেও, সাফ জানালেন পাঞ্জাবের অমরিন্দর

এদিন তাঁর আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, রুজিরা সশরীরের আসতে পারেননি কিন্তু ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে থাকবেন। রুজিরার আবেদন খারিজ করে বিচারক পঙ্কজ শর্মা নির্দেশ দেন, ১২ অক্টোবর দুপুর দুটোয় আদালতে হাজিরা দিতেই হবে তাঁকে। আদালতকে রুজিরার আইনজীবী জানান, ওই দিনে উপস্থিত থাকবেন রুজিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here