শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কংগ্রেস নেতা সলমন খুরশিদের লেখা ‘সানরাইজ ওভার অযোধ্যা’ বইটি নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী বিনীত জিন্দাল। এই মামলা আজ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি যশবন্ত ভারমা এদিন মামলাকারীদের জানিয়ে দেন “আপনারা বরং মানুষকে বলুন বইটি না কিনতে বা না পড়তে।“
মামলার আবেদনে বলা হয়েছিল, খুরশিদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম ‘স্যাফ্রন স্কাই’ ৷ সেখানে ১১৩ নম্বর পাতায় ‘সনাতন হিন্দুত্ব’-এর সঙ্গে আইসিস ও বোকো হারামের তুলনা করা হয়েছে ৷ তাতে হিন্দুত্বের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে ৷
এদিন বিচারপতি মামলাকারীর আইনজীবী রাজকিশোর চৌধুরীকে বলেন, “মানুষ যদি এতই স্পর্শকাতর হয় সেখানে আদালত কি করতে পারে? আপনারাই বরং সকলকে ডেকে ডেকে বলুন বইটি খারাপ ভাবে লেখা, তাঁরা যেন কেউ এই বই না পড়েন। যাদের খারাপ লাগছে তাদের কেউ জোর করেনি এই বই পড়ার জন্য।“
আরও পড়ুনঃ আইনি রক্ষাকবচ পেয়ে মুম্বাই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং
সলমন খুরশিদের লেখা বই ’সানরাইজ ওভার অযোধ্যা’ বইটি নিষিদ্ধ ঘোষণা করার আর্জি জানিয়ে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে মামলা দায়ের করেছিলেন হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তা। সেই মামলায় অন্তর্বর্তী এক্স পার্টি ইঞ্জাংশন দিতেও অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। এদিন সব পক্ষের সওয়াল শোনার পরে মামলা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584