ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
জেএনইউ ছাত্রী ও সমাজকর্মী নাতাশা নারওয়ালের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত। গত ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ‘পিঞ্জরা তোড়’ কর্মী নাতাশা নারওয়ালের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সেই মামলার শুনানিতে কারকারডুমা ট্রায়াল কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।
Delhi Riots: Delhi Court Grants Bail To Pinjra Tod Member Natasha Narwal https://t.co/UYH54jGVne
— Live Law (@LiveLawIndia) September 17, 2020
দাঙ্গা বাধানোর অভিযোগে অভিযুক্ত নাতাশা বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন। গত ২৩ মার্চ দিল্লি জাফরাবাদ এলাকায় নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও তারপরেই তিনি জামিনে মুক্ত হন।
আরও পড়ুন:সিএএ বিরোধী আন্দোলন:দুই ‘পিঞ্জড়া তোড়’ মহিলা কর্মী জামিন পাওয়ার পর আবার গ্ৰেফতার
তারপরেই তাঁর বিরুদ্ধে আবার দিল্লি দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। তখন থেকেই তিনি জেলে বন্দী রয়েছেন। ইন্ডিয়ান পেনাল কোড ও ইউএপিএ ধারায় অভিযুক্ত নাতাশার বিরুদ্ধে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে।
এর আগে আইনজীবীর সঙ্গে দেখা করা, বই পড়া ও ফোনের মাধ্যমে যোগাযোগের জন্য তাঁকে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584