দিল্লিতে বিস্ফোরণ, ‘জঙ্গি হামলা’ দাবী ইজরায়েল সরকারের

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শুক্রবার বিকেলে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দিল্লির আব্দুল কালাম রোডে অবস্থিত ইজরায়েল দূতাবাস। গোটা ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে দাবি করেছে ইজরায়েল সরকার। কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

Police force | newsfront.co
ছবিঃ এএনআই

বিকেল ৫:০৫, বিকট শব্দে কেঁপে ওঠে ইজরায়েল দূতাবাস চত্বর। ৫ এপিজে আব্দুল কালাম রোডের জিন্দাল হাউসের একদম পাশেই ঘটেছে বিস্ফোরণটি। পুলিশের অনুমান, এই বিস্ফোরণে স্বল্পমাত্রার আইডি ব্যবহার করা হয়েছে।

Israel attack | newsfront.co

দূতাবাস থেকে প্রায় ৪০-৫০ মিটার দূরেই বিস্ফোরণস্থল। ফুটপাতের কাছেই ফুলের টবে লুকিয়ে রাখা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১৫০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।

আরও পড়ুনঃ উত্তপ্ত সিঙ্ঘু সীমানা, লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ

তবে বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দূতাবাসের কর্মীরা নিরাপদেই রয়েছেন। তবে দূতাবাসের সামনে রাখা তিনটি গাড়ি এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাজধানীর বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিস্ফোরণস্থলের আশপাশের রাস্তায় গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকাকে।

আরও পড়ুনঃ সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে সরব মমতা, এডিটর্স গিল্ড

‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান চলাকালীনই বিস্ফোরণ ঘটে ইজরায়েলের দূতাবাসের সামনে। আর সেই প্রেক্ষিতেই রাজধানীতে উদ্বেগ খানিক বেড়েছে। কারণ, বিস্ফোরণস্থল থেকে মাত্র ২-৩ কিমি দূরে সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। তাই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সব বিমানবন্দর, গুরুত্বপূর্ণ জায়গা এবং সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ বলে বর্ণনা করেছেন ইজরায়েল সরকারের এক আধিকারিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here