হিন্দি ইংরেজি ছাড়া বলা যাবে না অন্য কোনো ভাষা! নির্দেশ দিল্লি হাসপাতালের

0
81

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

হাসপাতালে হিন্দি বা ইংরেজিতেই কথা বলতে হবে নার্সদের, কড়া নির্দেশ দিল দিল্লির এক হাসপাতাল। নির্দেশ না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থাও, আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি দিল্লির গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালের। এই নিয়ে হাসপাতালের তরফে জারি হয়েছে নির্দেশিকাও।

delhi hospital | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

এই ঘটনাটিকে মাতৃভাষার উপর আক্রমণ বলে ব্যাখ্যা করেছেন রাহুল গান্ধী ও শশী থারুর। এই বিষয়ে নার্সদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে টুইটারে দাবি তুলেছেন তারা। দিল্লির গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে আসা রোগী ও তাঁর পরিবারের সঙ্গে মালয়ালাম ভাষায় কথা বলেন এক নার্স।

আরও পড়ুনঃ লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের মূল্য

এরপরই নির্দেশিকা জারি হয় যে, হাসপাতালে নার্সরা মালয়ালম ভাষায় কথা বললে বুঝতে পারছেন না সাধারণ রোগী ও তার পরিবার, ফলে নানা অসুবিধায় পড়তে হচ্ছে। তারপরেই নির্দেশ দেওয়া হয় হিন্দি ও ইংরেজিতে কথা বলার। এও জানানো হয় কেউ নিয়ম ভাঙলে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

একজন নার্স জানিয়েছে, ‘আমরা সবসময় রোগীদের সঙ্গে হিন্দিতেই কথা বলি। মালয়ালাম ভাষায় কথা বললে রোগী ও তার পরিবারের লোকজন কিছুই বুঝতে পারবে না। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ, আমরা নিজেদের মধ্যেও মালয়ালমে কথা বলতে পারবো না।’

আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু প্রায় ৬৫০ জন চিকিৎসকের, আইএমএ রিপোর্ট

সূত্রের খবর, মালয়ালম ভাষা ব্যবহারের জন্য এক নার্সের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানায় এক রোগী। তারপরেই জারি হয় এই নির্দেশিকা।এই ঘটনায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটে লেখেন, ‘মালয়ালম ভাষা আর পাঁচটা ভারতীয় ভাষার মতোই। দয়া করে এই ভাষা বৈষম্য বন্ধ করুন। টুইট করেছেন শশী থারুরও। তিনি বলেন, ‘এই ঘটনা মানবাধিকারের লঙ্ঘন’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here