শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
দূষণ কমাতে সম্পূর্ণ লকডাউনে রাজি দিল্লি, সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানালো কেজরিওয়াল সরকার। হলফনামায় সরকার জানিয়েছে শুধু দিল্লি নয়, দিল্লি এবং এনসিআর জুড়ে লকডাউন প্রয়োজন তবেই সামগ্রিকভাবে কমবে দূষণ।
সোমবারও দিল্লির দূষণ মাত্রা যে পরিমাণ রয়েছে তাতে বিশ্বের ৪ নম্বর দূষিত শহরে পরিণত হয়েছে দিল্লি। ইতিমধ্যেই শনিবার থেকে আগামী এক সপ্তাহের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার। এছাড়া শহরে যাবতীয় নির্মাণ কাজ আগামি ৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের প্রধানবিচারপতি আগের দিনই পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ‘ বলে বর্ণনা করে বলেন, যে এই পরিস্থিতিতে দিল্লি সরকার জরুরিভিত্তিক কোন পরিকল্পনা গ্রহণ করুক যাতে দ্রুত এই ভয়ঙ্কর দূষণের মাত্রা কমানো যায়। সেই প্রেক্ষিতেই আজ আদালতে হলফনামা দিয়ে সরকার জানালো যে তারা সম্পূর্ণ লকডাউনে রাজি।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান রেলওয়ের বিশেষ ঘোষণা! ৭ দিন ৬ ঘন্টা করে বন্ধ থাকবে টিকিট কাটা সহ যাবতীয় পরিষেবা
চলতি বছরের দিওয়ালির পরে চরমে ওঠে দিল্লির দূষণের মাত্রা। বায়ু মান সূচক অনুযায়ী ৫ নভেম্বর দূষণের মাত্রা দাঁড়ায় ৫০০- এর মধ্যে ৪৬৩। সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট -এর একটি রিপোর্টে প্রকাশ , ২৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দিল্লির মোট দূষণের অর্ধেকের বেশিটাই ঘটেছে যানবাহন নিঃসৃত ধোঁয়া থেকে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584