সুপ্রিম কোর্টের কলোজিয়ামের সিদ্ধান্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

0
78

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

গতকাল দিল্লি হাই কোর্ট বার অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে জাস্টিস এস মুরলীধরের দিল্লি হাইকোর্ট থেকে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে সুপ্রিম কোর্টের কলোজিয়ামের বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে রেজুলেশন পাশ করার পর বৃহস্পতিবার প্রতীকী কর্মবিরতি পালন করে। বার কাউন্সিল প্রক্সি কাউন্সেল বা প্রতিনিধিত্বমূলক ব্যারিস্টার হিসাবে এডভোকেেট শ্রুতি আড়োড়া ও সুমিত মিশ্রাকে নিয়োগ করে।

ছবি সৌজন্যে: টুইটার

গত ১২ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এস এস বোবদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলোসিয়ামের সভায় জাস্টিস এস মুরলীধরের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই সিদ্ধান্ত বুধবার প্রকাশিত হওয়ার পরই দিল্লি হাইকোর্টের বার এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সভা ডেকে রেজুলেশন পাশ ও কর্মবিরতির ডাক দেওয়া হয়।

২০০৬ সালে জাস্টিস এস মুরলীধর দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে উন্নীত হন। তিনি হোমোসেক্সুয়ালিটিকে মান্যতা দেওয়া, শিখ বিরোধী দাঙ্গায় অভিযুক্ত সজ্জন কুমারকে অভিযুক্ত করা, ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী গৌতম নাভলাখাঁ’র ট্রানজিট রিমান্ড তুলে নেওয়ার মত বেশ কিছু ঐতিহাসিক রায় দান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here