ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দিল্লির জাফরাবাদে দাঙ্গায় অভিযুক্ত ‘পিঞ্জরা তোড়’ কর্মী দেবাঙ্গনা কলিতার জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিক সুরেশ কুমার কাইত তাঁর জামিন মঞ্জুর করেন।
[Breaking] Delhi Riots: Delhi HC Grants Bail Plea To Pinjra Tod Member Devangana Kalita https://t.co/M3N7fRZQo2
— Live Law (@LiveLawIndia) September 1, 2020
দেবাঙ্গনাকে প্রথমবারের জন্য দিল্লি পুলিশ জাফরাবাদে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে যুক্ত থাকার জন্য অপর এক ‘পিঞ্জরা তোড়’ কর্মী নাতাশা নারওয়ালের সঙ্গে গ্রেপ্তার করে গত ২৩শে মে। তারপরেই তাঁরা জামিন পেয়ে যান।
তারপর ২৮ শে মে তাদেরকে দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অপরাধে আবার গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযোগ আনা হয় খুন, দাঙ্গা ও ষড়যন্ত্রের। নাতাশার বিরুদ্ধে বিরুদ্ধে দায়ের করা হয় ইউএপিএ ধরায় মামলা।১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হলেও আদালত ২দিনের জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করে। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরেই দিল্লি পুলিশ তৃতীয়বারের জন্য দেবাঙ্গনাকে গ্রেপ্তার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584