নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, পরবেশ বর্মা, অভিনেত্রী স্বরা ভাস্কর, উমর খালিদ-সহ প্রায় ২৫ জনকে নোটিস পাঠায় দিল্লি হাই কোর্ট। দিল্লির এই হিংসার ঘটনায় রাজনৈতিক ও ধর্মীয় নেতা, বিভিন্ন আন্দোলনে যুক্ত কর্মীদের উস্কানিমূলক মন্তব্যগুলি অনুঘটকের কাজ করেছিল এমনটাই বলা হয় এক মামলার আবেদনে।
সেই মামলার শুনানিতে এরকম প্রভাবশালী বেশ কয়েকজন নেতাদের নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। ২০২০ সালের ফেব্রুয়ারি দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে প্রবল অশান্তির জেরে প্রায় এক সপ্তাহ ধরে দিল্লির উত্তর-পূর্ব অংশে চলতে হিংসা। প্রাণ যায় পঞ্চাশেরও বেশি মানুষের। আহত হন কয়েক হাজার। ঘরবাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুঠপাটের ঘটনা ঘটে অসংখ্য।
বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যের জেরেই এই হিংসার ঘটনা ঘটেছিল বলে আদালতের দ্বারস্থ হন অনেকেই। মামলার আবেদনকারীরা এইসব ব্যক্তিদের বক্তব্যের ভিডিও ফুটেজও আদালতে পেশ করেন।
আরও পড়ুনঃ ইউক্রেনের খারকিভে প্রাণ গেল এক ভারতীয় ছাত্রের
সূত্র মারফৎ জানা গিয়েছে, তিন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, পরবেশ বর্মা, মিম নেতা আকবরুদ্দিন ওয়াইসি, আম আদমি পার্টির নেতা মনীশ শিশোদিয়া, আমানাতুল্লা খানদের বক্তব্যকেই হিংসার পিছনে অন্যতম বড় কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২২ মার্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584