নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

গতকাল করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। আজকে লালারসের পরীক্ষায় জানা গেল তিনি কোভিড-১৯ পজিটিভ। দিল্লি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
Delhi Health Minister Satyendar Jain tests positive for #COVID19: Office of Delhi Health Minister pic.twitter.com/d27YmJpGpH
— ANI (@ANI) June 17, 2020
গত রবিবার দিল্লির কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে অংশ নেওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা।তারপরেই তিনি প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, “আপনি নিজের যত্ন না নিয়েই সাতদিন ২৪ ঘন্টা জনসাধারণের সেবা করে চলেছেন। দয়া করে এবার নিজের শরীরের যত্ন নিন। দ্রুত সুস্থ হয়ে উঠুন”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584