ওয়েব ডেস্ক, দিল্লিঃ
দিল্লির এনআরসি বিরোধী আন্দোলনে ‘পিঞ্জরা তোড়’ মুভমেন্টের অন্যতম সদস্য দেবাঙ্গনা কলিতার জামিন মঞ্জুর করল না দিল্লির আদালত। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবাঙ্গনা কলিতার বিরুদ্ধে অভিযোগ দিল্লি দাঙ্গায় জড়িত থাকার। তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ অভিযোগ দায়ের করেছে ইউএপিএ ধারায়।
এডিশনাল সেশন জাজ অমিতাভ রাওয়াত বলেন, অন্যান্য সাক্ষীদের বয়ান থেকে জানা যাচ্ছে দেবঙ্গনা জড়িত ছিলেন দিল্লি দাঙ্গায়। দেবাঙ্গনা ও তাঁর সহ অভিযুক্তরা যে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচী সেদিন নিয়েছিলেন সেই কর্মসূচি শেষ পর্যন্ত দাঙ্গার রূপ নেয়।
দেবাঙ্গনার আইনজীবি শ্রী অদিত পূজারী দাবি করেন, মামলাকারী, প্রাথমিক তদন্তে দেবাঙ্গনা যে দাঙ্গায় উস্কানি দিয়েছেন বা জড়িত ছিলেন তার কোনো প্রমাণ পেশ করতে পারেননি। দেবঙ্গনার বিরুদ্ধে ইউএপিএ ধারা কোনভাবেই দেওয়া যায় না।
আরও পড়ুনঃ খেলনা তৈরি করে আত্মনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কলিতার আইনজীবী আরও বলেন, সরকার বিরোধী মত পোষণ করা কোনোভাবেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয়, ভারতীয় সংবিধানে মতপ্রকাশের অধিকার, নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আদালত সে বক্তব্য মেনে নিয়ে বলেন, মত প্রকাশের অধিকার নিশ্চয়ই আছে নাগরিকের, কিন্তু তার কিছু বিধিনিষেধ আছে। দেবাঙ্গনা কলিতা সেগুলি লঙ্ঘন করেছেন, দাঙ্গায় উস্কানি দিয়েছেন যা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়।
আরও পড়ুনঃ আনলক ৪ পর্যায়ে চলবে মেট্রো
দেবাঙ্গনার আইনজীবি বলেন, তিনি যে এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলেন তার স্বপক্ষে কোনো যথাযথ ভিডিও ও পুলিশ পেশ করতে পারেনি, সেক্ষেত্রে তাঁকে জামিন না দেওয়া অনুচিত। বিচারপতি বলেন, মামলার তদন্তের স্বার্থে দেবাঙ্গনাকে হেফাজতে রেখে তদন্ত চালানো প্রয়োজন এবং জামিনের আবেদন না মঞ্জুর করে দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584