নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কানহাইয়া কুমারকে দেশদ্রোহিতার মামলায় সমন পাঠিয়ে আদালতে হাজিরার নির্দেশ। ২০১৬ সালের মামলায় জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতাকে সমন পাঠাল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। দিল্লি পুলিশের চার্জশিটের উপর ভিত্তি করে সোমবার সমন পাঠিয়ে আগামী ১৫ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কানহাইয়া কুমার-সহ ১০ জনকে।
কানহাইয়ার বিরুদ্ধে এই মামলায় ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশ একবছর আগে অনুমতি পায়। চার্জশিটে পুলিশের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কানহাইয়া এবং বাকি অভিযুক্তরা দেশবিরোধী স্লোগান দেন। ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি, পার্লামেন্টে হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে মিছিলও হয় ক্যাম্পাসে। বিচারক পঙ্কজ শর্মা চার্জশিটের প্রাপ্তিস্বীকার করেছেন।
আরও পড়ুনঃ ১৯ বছর পর গ্রেফতার গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত
কানহাইয়ার সঙ্গে এই মামলায় অভিযোগ রয়েছে সঈদ উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, আকিব হোসেন, মুজিব হোসেন গাট্টু, মুনিব হোসেন গাট্টু, উমর গুল, রইস রাসুল, বাশারাত আলি এবং খালিদ বশির ভাট-এর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ অন্য পুরুষের সাথে প্রেমের অপরাধে বর্বোরচিত শাস্তি বিবাহ বিচ্ছিন্ন মহিলাকে
বিচারক জানিয়েছেন, দিল্লি সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গত বছর ২৭ ফেব্রুয়ারি অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। ট্রায়ালের জন্য আগামী ১৫ মার্চ এই দশ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ (দেশদ্রোহিতা), ৩২৩ (আঘাত করা), ৪৬৫ (জালিয়াতি), ৪৭১ (জাল নথি ব্যবহার), ১৪৩, ১৪৯ (অবৈধ জমায়েত), ১৪৭ (দাঙ্গা) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584