হোয়াটস অ্যাপের নয়া প্রাইভেসি পলিসি গ্রহণ করা ব্যবহারকারীর স্বেচ্ছাধীনঃ দিল্লি হাইকোর্ট

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করা একেবারেই ব্যক্তির ইচ্ছাধীন। শর্তাবলী গ্রহণযোগ্য না মনে হলে কেউ সেই প্ল্যাটফর্মে যোগ না-ই দিতে পারেন।

whatsapp privacy | newsfront.co
প্রতীকী চিত্র

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে। এর মধ্যেই এই পলিসিকে চ্যালেঞ্জ করে একটি মামলা হয় দিল্লি হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব সচদেব বলেন, হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করা একেবারেই ব্যক্তির ইচ্ছাধীন।

শর্তাবলী গ্রহণযোগ্য মনে না হলে যে কেউ অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। মামলাটি করেছিলেন এক আইনজীবী। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিতর্কিত প্রাইভেসি পলিসি কার্যকর হওয়ার কথা ছিল আগামী ফেব্রুয়ারি মাস থেকে তবে সর্বত্র প্রবল প্রশ্নের মুখে পড়ে সংস্থা জানিয়েছে তারা বিষয়টি কার্যকর করা মে মাস পর্যন্ত স্থগিত রেখেছে।

এই মামলার শুনানি চলাকালে অনলাইন প্রাইভেসি প্রসঙ্গে বিচারপতি বলেন “যদি প্রতিটি অ্যাপ্লিকেশনের শর্তাবলী কেউ পড়ে দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে কোন কোন বিষয়ে আপনারা সম্মতি দিয়ে রেখেছেন বাস্তবে। এমনকি গুগল ম্যাপ আপনার প্রতিটি তথ্য তাদের তথ্য ভান্ডারে জমা করে।”

আরও পড়ুনঃ হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি স্থগিত

মামলাকারী আইনজীবীকে আদালত বলে, ঠিক কোন কোন তথ্য গোপন থাকবে না সে বিষয়ে পিটিশনে বিশদে কিছু বলা নেই। তা স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। এবিষয়ে পরবর্তী শুনানি হবে ২৫ জানুয়ারি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে এই বিষয়ে আরো বিশ্লেষণ প্রয়োজন।

হোয়াটস অ্যাপ এবং ফেসবুকের তরফে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং মুকুল রোহতগী আদালতে জানান, মামলায় অনেক বিষয়ে ভিত্তিহীন অভিযোগ রয়েছে। হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট সর্বদাই ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’, তা হোয়াটস অ্যাপ কোথাও জমা রাখেনা এবং নতুন প্রাইভেসি পলিসিতেও তার অন্যথা হবে না। নতুন পলিসিতে যা কিছু পরিবর্তন তা শুধুমাত্র ‘বিজনেস চ্যাট’ এর ক্ষেত্রে হতে চলেছে।

আরও পড়ুনঃ দুই সোশ্যাল মিডিয়া সংস্থাকে সমন পাঠাল সংসদীয় কমিটি

অন্যদিকে এই পিটিশনে দাবি করা হয়েছে, হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি, সংবিধান স্বীকৃত গোপনীয়তার অধিকার (right to privacy) লঙ্ঘন করছে। নতুন পলিসি হয় গ্রহণ করতে হবে নাহলে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে। মামলাকারীর পক্ষের আইনজীবী বলেন, নতুন প্রাইভেসি পলিসি কেউ স্বেচ্ছায় গ্রহণ করবেন কিনা তা বেছে নেওয়ার অধিকার শুধুমাত্র ইউরোপ এবং আমেরিকায় দেওয়া হয়েছে, ভারতে নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here