শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কয়লা পাচার কাণ্ডে ইডি-র সমন সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিলো না দিল্লি হাইকোর্ট। কয়লা পাচারের মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি। তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেন অভিষেক ও তাঁর স্ত্রী। এ বিষয়ে ইডির প্রতিক্রিয়া জানতে চায় আদালত এবং তার পরে দুজনেরই অন্তর্বর্তীকালীন রক্ষা কবচের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

গত ১ সেপ্টেম্বর রুজিরাকে ও ৬ সেপ্টেম্বর অভিষেক কে কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করে ইডি। গত ৬ সেপ্টেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজির হন অভিষেক টানা ৯ ঘণ্টা তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। কিন্তু রুজিরা ইডিকে চিঠি লিখে জানান, করোনা আবহে সন্তানদের কলকাতায় রেখে দিল্লিতে হাজিরা দিতে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।অভিষেককে ২১ সেপ্টেম্বর ফের দিল্লিতে তলব করে ইডি। ইডির ওই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেন সস্ত্রীক অভিষেক।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর ওপর চাপ সৃষ্টি করছে শাসকদল, অভিযোগ অধীরের
মামলায় অভিষেক ও রুজিরা তাঁদের বিরুদ্ধে ইডির সমন খারিজের আবেদন করেন। পাশাপাশি এও জানতে চান কলকাতার মামলায় বারে বারে কেন দিল্লিতে ডাকা হচ্ছে। দিল্লি হাইকোর্ট এদিন তাঁদের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের আর্জি খারিজ করে দেয়। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, উল্লেখ্য তার ঠিক তিনদিন পরেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584