নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দুটি হাসপাতালে অক্সিজেনের তীব্র ঘাটতির কথা জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে ম্যাক্স গোষ্ঠী। সেই মামলার শুনানিতে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র সরকার।
আদালত প্রশ্ন করে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছেন কিন্তু সরকারের কোন হেলদোল নেই। বাস্তব পরিস্থিতি নিয়ে চরম উদাসীন সরকার। বিচারপতির মন্তব্য, অক্সিজেনের অভাবে একজন মানুষও মারা গেলে তা সরকারের উদাসীনতার ফল। অর্থাৎ মানুষের জীবন নিয়ে ভাবিত নয় সরকার। এতদিন ধরে কি করেছে সরকার!
আরও পড়ুনঃ গায়ত্রী মন্ত্রে করোনা নিরাময়! গবেষণায় ঋষিকেশ এইমস
কেন্দ্রকে আগেই নির্দেশ দিয়েছিল আদালত যে, শিল্পক্ষেত্রে ব্যবহার করার অক্সিজেন এখন থেকে হাসপাতালগুলোতে পাঠাতে শুরু করুক কেন্দ্র। এদিনের শুনানিতে আবার স্পষ্ট করে জানালো আদালত, “অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে কেন্দ্রকে। যে ভাবে হোক, সাধারণ মানুষের জীবনের মৌলিক অধিকার রক্ষা করতেই হবে তাদের। যদি প্রয়োজন পড়ে, শিল্পক্ষেত্রের জন্য রেখে দেওয়া সমস্ত অক্সিজেনই হাসপাতালে পাঠাতে হবে কেন্দ্রকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584